AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরকিয়ার অপরাধে নারীকে দুই দিন তালা বদ্ধ করে রাখে স্থানীয় মাতব্বররা


Ekushey Sangbad

০৪:৫৩ পিএম, এপ্রিল ১৬, ২০১৮
পরকিয়ার অপরাধে নারীকে দুই দিন তালা বদ্ধ করে রাখে স্থানীয় মাতব্বররা

শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে পরকিয়ার প্রেমের অপরাধে এক নারীকে দুই দিন যাবত ঘরে ভিতরে তালাবদ্ধ রেখে সমাধানের চেষ্টা চালায় স্থানীয় কিছু মাতব্বররা,উপজেলার নগর হাওলা গ্রামের তহেজ আলীর ছেলে সালাম উদ্দিনের সাথে মৃত শাজাহান মুন্সীর স্ত্রী মজিদা বেগমর প্রেমের সম্পর্ক ছিল,১৫ এপ্রিল রাত সাড়ে ১২ টার দিকে মজিদার ঘরে সালাম উদ্দিনকে দেখে মজিদার ছেলে আল-আমিন দুজনকেই তালাবদ্ধ করে রাখে। পড়ের দিন সকালে গ্রাম্য সালিশের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে, দুজনকে বিয়ে দিয়ে দেওয়া হবে,কিন্তু সালাম উদ্দিনের আগের স্ত্রী থাকায় ব্যপারটা স্থানীয় সালিশের মাধ্যমে কাওছার ও আবুল হাসেমের জিম্মায় রেখে দেওয়া হয়, ১৬ এপ্রিল খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মজিদা বেগম (৪৫) কে উদ্ধার করেন। এসময় সালাম উদ্দিন পালিয়ে যায়। মজিদা বেগম বলেন, আমার দুই ছেলে দুই মেয়েকে রেখে স্বামী মারা গেছে, মারা যাওয়ার কিছু দিন পর থেকেই সালাম উদ্দিন আমাকে বার বার শারিরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে। আমার বাড়িতে এসে কুপ্রস্তাব দিত,আমাকে বিয়ে করার কথা বলে আমার সাথে একাধিক বার অবৈধ ভাবে শারিরক সর্ম্পক করেন। ১৫ এপ্রিল রাত সাড়ে ১২ টার দিকে সালাম উদ্দিন আমার ঘরে প্রবেশ করে,পরে আমার ছেলে টের পেয়ে আমার ঘরে তালা লাগিয়ে দেয়। স্থানীয়রা বলেন পরের দিন সকালে স্থানীয়রা আব্দুল আজিজ মেম্বারকে খবর দিলে সালিশের মাধ্যমে কাওছার ও আবুল হাশেমকে দায়ীত্ব দিয়ে বলেন বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য। আবুল হাসেম মোবাইল ফোনে জানান, সালাম উদ্দিন ও মজিদার বিয়ে দেয়ার কথা থাকলেও সালাম বিয়ে করবেনা বলে অস্বীকার করেন। পরে শ্রীপুর থানার এস আই কায়সার মজিদাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়,কিন্তু এর আগেই বাড়ি থেকে সালাম উদ্দিন পালিয়ে যায়। শ্রীপুর থানার এস আই কায়সার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করা হয়েছে, সালাম উদ্দিনকে পাওয়া যায়নি, দুই পরিবারকে থানায় ডাকা হয়েছে দেখা যাক কি হয়, যদি না আসে সন্ধায় মামলা রুজু করা হবে। একুশে সংবাদ // এস.সানি // ১৬.০৪.২০১৮
Link copied!