AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিয়ানমার সেনাবাহিনী জাতিসংঘের কালো তালিকায়


Ekushey Sangbad

০১:১৪ পিএম, এপ্রিল ১৬, ২০১৮
মিয়ানমার সেনাবাহিনী জাতিসংঘের কালো তালিকায়

একুশে সংবাদ : জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীকে কালো তালিকায় অর্ন্তভুক্ত করেছে । জানা গেছে , রোহিঙ্গা মুসলিম নারীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতিসংঘ এই পদক্ষেপ নিয়েছে । নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব প্রতিবেদনে বলেন, বেশিরভাগ রোহিঙ্গা মুসলিম নারী মিয়ানমারের সেনা সদস্যদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে ওই নারীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা এখন অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। ওই প্রতিবেদনে তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সেনা সদস্যরা নারীদের ওপর যৌন নির্যাতন চালাতো, যাতে তারা মিয়ানমার ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও মিয়ানমারে সেনা সদস্যদের হাতে রোহিঙ্গা মুসলমান নারীদের যৌন নির্যাতনের বিষয়টি স্বীকার করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কন্যা শিশুরাও ওই নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট     একুশে সংবাদ // এস.কা.ক // ১৬.০৪.২০১৮
Link copied!