AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদিতে আবাসিক ভবনে আগুন: বাংলাদেশিসহ নিহত ৯


Ekushey Sangbad

১০:১৫ এএম, এপ্রিল ১৪, ২০১৮
সৌদিতে আবাসিক ভবনে আগুন: বাংলাদেশিসহ নিহত ৯

একুশে সংবাদ : সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আবাসিক ভবনে আগুন লেগে কয়েকজন বাংলাদেশি হতাহত হয়েছেন। রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কূটনীতিক জানিয়েছেন।দূতাবাস সূত্রে জানা গেছে, ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণশ্রমিকেরা থাকতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। ৮-১০ জন আহত হয়েছেন। নিহতদের লাশ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থা এসএবিকিউও এ ঘটনায় আটজন প্রবাসী শ্রমিকের মৃত্যুর খবর দিয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রিয়াদের কাছে একটি ভবনে এই আগুন লাগে। ওই ভবনে আমাদের শ্রমিক কতজন ছিলেন তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছেন দূতাবাসের কর্মকর্তারা। তবে গতরাতে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, হাসপাতালের মাধ্যমে আটজন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দূতাবাস হাসপাতাল ও থানা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হাসপাতালের বার্ন ইউনিটে কোন বাংলাদেশি নেই বলে জানা গেছে। এ ব্যাপারে শনিবার বিস্তারিত তথ্য জানা যাবে। তবে একটি সূত্র নিহত সাতজনের প্রাথমিক পরিচয় জানিয়েছে। তাদের মধ্যে সিলেটের জোবায়ের, নারায়ণগঞ্জের মজিদ, নরসিংদীর রবিন, গাজীপুরের কালীগঞ্জের হিমেল, ঢাকার যাত্রাবাড়ীর সোলায়মান, রূপগঞ্জের মজিদ (৫০) ও কিশোরগঞ্জের ইকবাল রয়েছেন। রিয়াদ সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-হামাদির বরাত দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রবাসী শ্রমিকদের আবাসিক ওই ভবনের প্রবেশদ্বারে আগুন লাগে। সে সময় ভবনে ৪৫ জন ছিলেন। ওই ভবন থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা ছিল না। অগ্নিকাণ্ডের পর সৃষ্ট ধোঁয়ায় আক্রান্ত হয়ে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। একুশে সংবাদ // এস.ইফা // ১৪.০৪.২০১৮
Link copied!