AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোদায় ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা


Ekushey Sangbad

০৬:০৫ পিএম, এপ্রিল ১২, ২০১৮
বোদায় ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হতে পারে এমন আশা করছেন এলাকার কৃষকরা। পোকা, পচন, রোগ বালাই কম থাকার কারনে এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।   এ আবাদ কম খরচে বেশি লাভের কারনে কৃষকরা ভুট্টা চাষের দিকে ঝুকে পড়েছে। আর অল্প কিছু দিনের মধ্যে উপজেলায় কোন কোন এলাকায় আগাম ভুট্টা জমি থেকে ভুট্রা ফলন উত্তোলন শুরু করবেন কৃষকরা।   গত বছর বাজারে ভুট্টার দামও বেশ ভাল পেয়েছেন চাষিরা। চলতি মৌসুমে ভালো দামের আশা করছেন কৃষকরা। বর্তমানে ভুট্টা আবাদ কৃষকদের প্রধান অর্থকরি ফসলে রূপ দেখা যাচ্ছে। এ আবাদ করতে কৃষকদের অধিক পরিশ্রম করতে হয় না। অল্প খরচে বেশি লাভ হয় এ জন্য ভুট্টা চাষের দিকে কৃষকরা ঝুকে পড়ছে।   ভুট্টা মুলত মেক্সিকান ফসল।বাংলাদেশে ১৯৭৫ সালে কম্পোজিট জাতের বীজ দিয়ে আবাদ শুরু হয়। তবে ২০০৩-০৪ সালে ভুট্টা আবাদ কৃষকদের উদ্ভুদ্ধ করতে থাকে কৃষি কর্মকর্তারা।   উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার চলতি মৌসুমে ৩৬শ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমার্ত্রা ধরা হয়। এ বিষয়ে উপজেলার বেংহাড়ী বনগ্রাম ও চন্দনবাড়ি ইউনিয়নে সবচেয়ে বেশি ভুট্টার আবাদ হয়েছে। ভুট্টা আবাদ সম্পর্কে কথা হয় মানিকপীর গ্রামের ভুট্টা চাষি ওসমান গনির সাথে তিনি বলেন, এবার ৪ বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছেন। এরই মধ্যে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ১২’হাজার টাকা।   প্রতিকুল আবহাওয়া ভাল থাকলে এবার ভুট্টার দাম পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। ভুট্টা আবাদ করে অনেক চাষিরা লাভবান হচ্ছেন। তবে সমস্যা হচ্ছে ভুট্টার বীজ শতভাগ হাইব্রিড এবং বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হতে হচ্ছে।   যদি দেশীয় কোন কোম্পানি বা প্রতিষ্ঠান বীজের যোগান দিতে পারত তাহলে ভাল হত। ভুট্টার চাষ প্রতি বছর ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা বলছেন এ আবাদের ফসল বিক্রির সময় নগদ টাকা পাওয়া যায়। চাষ ও বিক্রি করতে কোন ঝামেলা হয় না। ফলে তারা ভুট্টা চাষের দিকে ঝুকছে বেশি করে।   এ ব্যাপারে উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ আল মামুনুর রশিদ বলেন, ভুট্টা আবাদে রোগ বালাই নেই বললেই চলে, খরচের তুলনায় লাভ বেশি, অন্যান্য ফসলের তুলনায় চাষিরা লাভবান হচ্ছেন। তাই আবাদের দিকে ঝুকে পড়েছেন। চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশা করছেন তিনি।       একুশে সংবাদ // এস.মানিক // ১২.০৪.২০১৮
Link copied!