AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্লাস বর্জন করে কোটা সংস্কারের দাবিতে উত্তাল ইবি


Ekushey Sangbad

০৪:৩৪ পিএম, এপ্রিল ৯, ২০১৮
ক্লাস বর্জন করে কোটা সংস্কারের দাবিতে উত্তাল ইবি

ইবি প্রতিনিধি: ক্লাস পরীক্ষা বর্জন করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের হামলার প্রতিবাদ উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা দিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, কোটাপ্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক, স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো ক্যাম্পাস। সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা। এাদিকে সকাল থেকে প্রধান ফটকের বাইরে শতাধিক পুলিশ সতর্ক পাহারায় অবস্থান নিয়েছে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত ইবিতেও ক্লাস বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল দশটায় আন্দোলনকারীরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কে উঠতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বাধা দেয়। এসময় তারা মিছিল নিয়ে আবারো ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করতে থাকে। এ আন্দোলনে স্বত:স্ফুর্তভাবে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে তারা প্রধান ফটকে অবস্থিত ‘বঙ্গবন্ধুর’ মুর‌্যালের পাদদেশে অবস্থান নেয়। আন্দোলনকারী শিক্ষার্থী শেখ কামরুজ্জামান বলেন,‘কোটা বাতিল নয়, কোটা প্রথার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত এবং হামলার শিকার হওয়া শিক্ষার্থীদের বিচার না হওযা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সরোজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন করায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তবে পূর্ব ঘোষিত কোর্স ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে।         একুশে সংবাদ // এস. নাঈম // ০৯.০৪.২০১৮
Link copied!