AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলের আমাদা গ্রামে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর


Ekushey Sangbad

০৬:০৩ পিএম, মার্চ ২৪, ২০১৮
নড়াইলের আমাদা গ্রামে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর

নড়াইল জেলা প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের আমাদা গ্রামে প্রতিপক্ষের হামলায় ১৫টি বাড়িরঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় শিশুসহ তিনজন আহত হয়েছে। পুলিশ মোতায়েনের মধ্যেই এই সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটছে। প্রায় ৪ মাস যাবত আমাদা গ্রামে পুলিশ মোতায়েন থাকলেও তা কোন কাজে আসছে না বলে জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষ। ক্ষতিগ্রস্থরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমাদা গ্রামের আবুল কাশেম খান এবং আলী আহমেদ খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার দেশীয় অস্ত্র নিয়ে আবুল কাশেম খানের সমর্থকদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় ১৫টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। বাড়িঘর ভাংচুরের সময় একটি বোমা বিস্ফোরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।   এছাড়া ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুইপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচটি বাড়িঘর ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১৪ রাউন্ড গুলি ছোঁড়ে। এছাড়া গত দুই মাসে আমাদা গ্রামে দুইপক্ষের মধ্যে চারবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাংচুরসহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। পুলিশ মোতায়নের মধ্যেই দুইপক্ষের এ সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটছে। পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না বলে অভিযোগ রয়েছে। থানার ওসি শফিকুল ইসলাম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।     একুশে সংবাদ // এস.উজ্জল // ২৪.০৩.২০১৮
Link copied!