AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাপে মরণদশা সাপুড়ের, দর্শক ভাবছে খেলা, দেখুন ভিডিওতে


Ekushey Sangbad

০৩:৩৩ পিএম, মার্চ ২৪, ২০১৮
সাপে মরণদশা সাপুড়ের, দর্শক ভাবছে খেলা, দেখুন ভিডিওতে

একুশে সংবাদ : মস্ত বড় এক অজগর দিয়ে খেলা দেখান এই সাপুড়ে। এটাই তাঁর পেশা। টেলিভিশনে দেখা বা ক্যামেরায় ধারণ করা কোনো কাঁটছাট ভিডিও নয়, একেবারে রাস্তায় অসংখ্য মানুষের সামনে সরাসরি খেলা দেখান তিনি। তবে এবার নিজেরই পোষা অজগরের কবলে পড়ে প্রাণটা খোয়াচ্ছিলেন এই সাপুড়ে। গতকাল শুক্রবার ভারতের উত্তর প্রদেশের মাও শহরে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, নাম না জানা এই সাপুড়ে রাস্তায় খেলা দেখাচ্ছেন। খুবই দক্ষতা আর পারদর্শিতার সঙ্গে অজগরটিকে এক হাত হতে অন্য হাতে, শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় নিচ্ছিলেন সাপুড়ে। আর সব সময়ের মতোই তাঁর শরীরে পেঁচিয়ে বেড়াচ্ছিল অজগরটি। একসময় সাপুড়ের ঘাড়ে এসে প্যাঁচ দেয় অজগর। কিন্তু হঠাৎ বিগড়ে যায় সে। নিজের শরীর ক্রমশ সংকুচিত করতে থাকে, যেন কোনোভাবেই ছুটে না যায় শিকার। এদিকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম সাপুড়ের কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা দর্শক ভাবছে, এটা খেলারই অংশ। সাপুড়ে বাঁচার জন্য হাত দিয়ে দর্শকদের সরে যেতে ইশারা দেন। আর পর মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন।   দর্শকের ভুল ভাঙল তখন যখন তাঁরা দেখল সাপুড়ে তো উঠছেন না, নড়াচড়াও বন্ধ হওয়ার পথে। এরপর সাহস করে একজন পেঁচিয়ে থাকা অজগরের লেজটা ধরে সরিয়ে দেন। আর তার পরই ধীরে ধীরে সাপুড়ের গলা ছাড়তে শুরু করে আজগর। কিন্তু অজগরের প্যাঁচে সাপুড়ে এতটাই কাহিল হয়ে পড়েন যে, তিনি আর উঠে দাঁড়াতেই পারছিলেন না।   দর্শকরা সাপুড়ের চোখে মুখে পানি ছিটিয়ে দেন। জ্ঞান ফিরলেও অবস্থা বেগতিক দেখে তাঁকে বারানসির কাছের এক হাসপাতালে পাঠানো হয়।     https://youtu.be/kSrZtdOkx9E     একুশে সংবাদ // এস.এন // ২৪.০৩.২০১৮
Link copied!