AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইনজুরিতে ভুগছেন তামিম


Ekushey Sangbad

১২:৪৮ পিএম, মার্চ ২২, ২০১৮
ইনজুরিতে ভুগছেন তামিম

একুশে সংবাদ : নিদাহাস ট্রফি শেষ করেই পাকিস্তান সুপার লিগ খেলতে লাহোরে গিয়েছিলেন তামিম ইকবাল। সেখানে পেশোয়ার জালমির হয়ে প্রথম এলিমিনেটরে খেলেছেন এবং দলের জয়ও দেখেছেন। কিন্তু ইনজুরির কারণে আজকের দ্বিতীয় এলিমিনেটরে খেলা হচ্ছে না বাংলাদেশী এই ওপেনারের।   এদিকে চোটের কারণে করাচির বিপক্ষে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মাঠে না থকলেও জয় পেতে কোন সমস্যা হয়নি তামিমের দলের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কামরান আকমলের ঝড়ো হাফ সেঞ্চুরির উপর ভর শেষ পর্যন্ত করাচিকে ১৩ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। পাকিস্তানী সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, হাঁটুর ইনজুরিতে ভুগছেন তামিম। তিনি পাকিস্তান থেকে চলে গেছেন ব্যাংককে। সেখানে চিকিৎসকদের পরামর্শ নেবেন। ফাইনালে হয়তো দলের কাছে ফিরবেন বাঁহাতি এই ওপেনার।   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগ জানিয়েছে, তারা এই ইনজুরির খবর শুনেছেন। কিন্তু তামিম এ নিয়ে এখনও কোনো যোগাযোগ করেননি। উল্লেখ্য, চলতি পাকিস্তান সুপার লিগে পেশোয়ারের হয়ে ৫ ম্যাচ খেলার পর জাতীয় দলে খেলতে ফিরে আসেন তামিম। মোট ৬ ম্যাচ খেলে ১৬১ রান করেছেন ৩২.২০ গড়ে। আগামী ২৫ মার্চ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে পেশোয়ার। একুশে সংবাদ // এস. ইফা // ২২.০৩.২০১৮
Link copied!