AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন জাকারবার্গ


Ekushey Sangbad

১০:২২ এএম, মার্চ ২২, ২০১৮
ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন জাকারবার্গ

একুশে সংবাদ : অবশেষে ব্যবহারকারীদের তথ্য বেহাতের বিষয়ে ভুল স্বীকার করে সবকিছুর জন্য ক্ষমা চেয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। খবর বিবিসির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার কৌশল হিসেবে পাঁচ কোটি গ্রাহকের তথ্য ব্যবহার করেছিল ফেসবুক। সম্প্রতি বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠে। এ বিষয়ে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহীকর্মকর্তা(সিইও)মার্ক জাকারবার্গ। বুধবার এক ফেসবুক পোস্টে জাকারবার্গ বলেন, 'এ বিষয়ে আমাদেরও কিছু করার ছিল। আমরাও ভুল করেছি।   প্রসঙ্গত, যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় পরামর্শক হিসেবে কাজ করে। ট্রাম্পের প্রচারণায় ব্যবহার করতে পাঁচ কোটি ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য কাজে লাগায় তারা। সম্প্রতি এ তথ্য বেরিয়ে আসে ।   এই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের নানা সরকারি সংস্থা সোচ্চার হয়। ইতোমধ্যে কেমব্রিজ অ্যানালিটিকার কার্যালয়ে তল্লাশি পরোয়ানা জারির আবেদন হয়েছে।   এদিকে, অন্য প্রতিষ্ঠানের হাতে ফেইসবুক গ্রাহকদের তথ্য কীভাবে গেলো সে বিষয়ে ব্যাখ্যা দিতে জাকারবার্গকে তলব করেছে ব্রিটিশ পার্লামেন্টের তদন্ত কমিটি। জাকারবার্গকে আগামী ২৬ মার্চের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।     একুশে সংবাদ // এস.কা.ক // ২২.০৩.২০১৮
Link copied!