AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাত্যকি ব্যনার্জি'র কন্ঠে ‘কবিতা’র মুক্তি


Ekushey Sangbad

০২:০৫ পিএম, মার্চ ২১, ২০১৮
সাত্যকি ব্যনার্জি'র কন্ঠে ‘কবিতা’র মুক্তি

একুশে সংবাদ : 'কেমন মৃত্যুর মতো পাশে পড়ে আছ কবিতার' গানের এ লাইন কানে ভেসে আসলেই চিন্তার গভিরে লুকিয়ে যান মন-মস্তিষ্ক। খুঁজতে থাকে কথাটার গভীরতা। গিটারের তালে তালে গেয়ে যাওয়া গানের সুরে নিজেকে বর্তমানে রাখা দায়। ‘মাটির প্রজার দেশে’র কোলে জন্ম হয়েছিল যে কবিতার, এলো সবার সামনে। গত ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে ‘কবিতা’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে। র্যা বিটহোলবিডি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটি। ‘মাটির প্রজার দেশে’ সিনেমার জন্য তৈরি হয়েছে এই গানটি। গানটি সিনেমায় ব্যবহার না করা হলেও, মূলত সিনেমাটির জন্যই তৈরি হয়েছে ‘কবিতা’। গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী সাত্যকি ব্যনার্জি। আর সঙ্গীতায়োজন করেছেন কলকাতার অর্ক মুখার্জি। সাত্যকি ব্যনার্জির এটাই প্রথম কোনো মৌলিক গান। গানটি ‘মাটির প্রজার দেশে’ সিনেমাকে উপহার দিয়েছে অর্ক ও সাত্যকি। আগামী ২৩ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে ‘মাটির প্রজার দেশে’ ছবিটি। গুপী বাঘা প্রোডাকশনস লিমিটেডের ব্যানারে ও আরিফুর রহমানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন বিজন ইমতিয়াজ। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে ছবিটি। ‘কবিতা’ গানটি পাওয়া যাবে এই লিংকে: https://youtu.be/fYarW2cjBA0 একুশে সংবাদ // এস.এস // ২১.০৩.২০১৮
Link copied!