AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে যুবকের আত্মহত্যা


Ekushey Sangbad

০১:২২ পিএম, মার্চ ২১, ২০১৮
শ্রীপুরে যুবকের আত্মহত্যা

শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার ঢালীপাড়া এলাকায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মোকলেছ মিয়া (৩৮) নামে এক মাদকাসক্ত যুবক আত্নহত্যা করেছে। ২০ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসা উত্তর পাশে কাঁঠাল গাছের ডালের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্নহত্যা করে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার ঢালীপাড়া কাছুম আলীর ছেলে, মোকলেছ মিয়া কিছুদিন যাবৎ শাহীন ক্যাডেট স্কুল মাওনা শাখার স্কুল গাড়ি চালক ছিলেন। মোকলেছ মিয়ার স্ত্রী রিনা আক্তার বলেন,প্রতিদিনের মতই ওই দিনও বাজার থেকে এসে স্কুল গাড়ি ধোয়েছে, গাড়ি ধোয়ার পর এক সাথে খাওয়া দাওয়া করেছে,খাওয়া শেষ করে সাড়ে ১০টার দিকে কাদে গামছা নিয়ে বাড়ির বাইরে সেই যে গেছে,রাতে বাসায় ফিরেনি,রাতে অনেক খোঁজা খোঁজি করার পর কোথা পাওয়া যায়নি।   সকালে আমার শাশুড়ি দেখে বাড়ির পাশে কাঁঠাল গাছে ঝুলছে,শাশুড়ির চিৎকারে আমি বের হয়ে দেখি আমার স্বামী গাছের ডালার সাতে ঝুলে রয়েছে।   মোকলেছ মিয়ার বাবা কাছুম আলী জানান, ছেলে মারা যাওয়ার কোনো কারন বলতে পারবোনা তবে কিছু দিন আগে তার মায়ের কাছে ১০হাজার টাকা চেয়ে ছিলো ড্রাইভিং লাইসেন্সকরবে বলে,সেই টাকা না দিতে পারায় আমার ছেলে আত্মহত্যা করলো কিনা তাও তো বলতে পারছিনা।   তেলিহাটি ইউপিঃ সদস্য তারেক হাসান বাচ্চু বলেন, মোকলেছ মিয়া দীর্ঘ দিন আগে মাদক সেবন করতেন,ইদানিং ভালো হয়ে গেছে,ভালো হয়ে স্কুল গাড়ির ড্রাইভারি করতেছে। পারিবারিক কোনো প্রকার কোন্দল নেই,স্বামী স্ত্রীর মধ্যেও ভালো ছিলো,কখনো কোনো ধরনের ঝগড়া ফেছাদ করতো না। তাদের কোনো শুত্রু নেই, মোকলেছ মিয়া নিজে থেকেই আত্মহত্যা করেছে।   শ্রীপুর থানার (এস আই) সৈয়দ আজিজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সুত্রে মোকলেছ মিয়ার আত্মহত্যার কারন জানাযায়নি,পরিবারের কারো কোনো অভিযোগ না থাকলে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে ।     এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।       একুশে সংবাদ // এস.সানি // ২১.০৩.২০১৮
Link copied!