AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উড্ডয়নের পরই বিমানের ফ্লাইটে যান্ত্রিক ক্রটি,জরুরি অবতরণ


Ekushey Sangbad

০৫:২১ পিএম, মার্চ ২০, ২০১৮
উড্ডয়নের পরই বিমানের ফ্লাইটে যান্ত্রিক ক্রটি,জরুরি অবতরণ

একুশে সংবাদ : ঢাকা থেকে সৈয়দপুরে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফের ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। উড্ডয়নের ১৮ মিনিটের মধ্যে অর্থাৎ ১২টা ৪৬ মিনিটে যাত্রীদের প্রাণ রক্ষা করে ঢাকায় জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৪ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে বিমানের ফ্লাইটটি। ড্যাশ-৮ মডেলের বিজি-৪৯৩ উড়োজাহাজটির দুপুর ১২টায় উড্ডয়নের কথা ছিল। তবে উড়োজাহাজটি ১২টা ২৮ মিনিটে উড্ডয়ন করে। জানা গেছে, ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ১২টা ২৮ মিনিটে ছেড়ে যায় বিমানের ফ্লাইট বিজি-৪৯৩। পরবর্তীতে উড়োজাহাজটিতে যান্ত্রিক ক্রুটি দেখা দিলে ১২টা ৪৪ মিনিটে সৈয়দপুরে না গিয়ে শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে এটি। এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন বলেন, ইঞ্জিনে প্রেসারজনিত সমস্যার কারণে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনেন পাইলট। খুব মেজর সমস্যা হয়নি। বিমান বাংলাদেশ নিজেরাই সমাধান করেছে। বড় সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাতো তারা। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজকে টেলিফোনে পাওয়া যায়নি।   গত সপ্তাহেই ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি উড়োজাহাজ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। এতে প্রাণ গেছে ৫১ যাত্রীর। একুশে সংবাদ // এস .নদি // ২০.০৩.২০১৮
Link copied!