AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়ক-প্রিয়ম্ময়ীর জানাযায় মানুষের ঢল


Ekushey Sangbad

০৩:১৫ পিএম, মার্চ ২০, ২০১৮
ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়ক-প্রিয়ম্ময়ীর জানাযায় মানুষের ঢল

গাজীপুর প্রতিনিধি : নেপালের ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত আলোকচিত্রী এফ এইচ প্রিয়ক ও তার মেয়ে তামাররা প্রিয়ম্ময়ীর জানাযা গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষের ঢল নামে। মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ে কলেজ মাঠে তাদের জানাযা অনুষ্ঠিত হয়। এক সময় এই কলেজেই পড়াশোনা করেছিলেন ফারুক হোসাইন প্রিয়ক। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার সকাল ৮টার দিকে আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ে কলেজের শহীদ মিনারের পাদদেশে তাদের মরদেহ রাখা হয়। এসময় ফারুক হোসাইন প্রিয়ক এর সহপাঠী, বন্ধু ও স্থানীয় জনগণ শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. সোহেল রানা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।   পরে বেলা ১১ টার সময় ঢাকা-ময়মনসিংহ সড়ক সংলগ্নে জৈনা বাজারের পশ্চিম পাশের একটি খোলা মাঠে অপর জানাযা শেষে এফ এইচ প্রিয়ক ও তার মেয়ে তামাররা প্রিয়ম্ময়ীর মৃতদেহ তাদের বাড়ির সামনের বাগানে দাফন করা হয়েছে।       একুশে সংবাদ // এস .সানি // ২০.০৩.২০১৮
Link copied!