AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলের ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেফতার


Ekushey Sangbad

০৫:৩৪ পিএম, মার্চ ১০, ২০১৮
নড়াইলের ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেফতার

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ লতিফুর রহমান পলাশ (৫২) হত্যা মামলার আসামী ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ আহম্মেদ ওরফে মাসুম খানকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও মামলার আরেক আসামী কোটে শেখ নড়াইল আদালতে আত্মসমর্পণ করেছে। হত্যা মামলার বাদী, পুলিশ সহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ লতিফুর রহমান পলাশ(৫২) হত্যার এজাহারভূক্ত ১৫নং আসামী তালবাড়িয়া গ্রামের মৃত হালিম খানের ছেলে দিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ আহম্মেদ ওরফে মাসুম খানকে পুলিশ শুক্রবার(৯ ফেব্রয়ারি) ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।   এদিকে, এজাহারভূক্ত ১০নং আসামী কুমড়ি গ্রামের মৃত বারেক শেখের ছেলে কোটে শেখ বৃহস্পতিবার(৮ ফেব্রয়ারি) নড়াইল আদালতে আতত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। মামলার ১নং আসামী কুমড়ি গ্রামের মৃত ছালাম শরীফের ছেলে নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান মনিরকে পুলিশ ১৭ ফেব্রয়ারি ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।   তাছাড়াও এজাহারভূক্ত ২নং আসামী শরীফ মনিরুজ্জামান এর ভাই শরীফ বাকি বিল্লাহ কে পুলিশ হত্যাকান্ডের পরই গ্রেফতার করে।   জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টা ৪৫ এর দিকে লোহাগড়া উপজেলা পরিষদের পরিসংখ্যান অফিসের পাশে রাস্তার মোড়ে চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশ কে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর নিহতের ভাই শেখ সাইফুর রহমান হিলু বাদী হয়ে লোহাগড়া থানায় ১৭ ফেব্রুয়ারি ১৫জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।   মামলা নং-২৫। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে,নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারি) নড়াইল আদালতে আতত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।     একুশে সংবাদ // এস.উজ্জল // ১০.০৩.২০১৮
Link copied!