AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাড়ায় চালিত মটরসাইকেল ঘুরতে গিয়ে কিশোর নিহত


Ekushey Sangbad

০৪:০৭ পিএম, মার্চ ১০, ২০১৮
ভাড়ায় চালিত মটরসাইকেল ঘুরতে গিয়ে কিশোর নিহত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ভাড়ায় চালিত মটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গোলাপ(১৫)নামের ডিমলার এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার(৯ই মার্চ) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরন করেন। দুর্ঘটনাটি ঘটে, একই দিনের দুপুরে ডোমার উপজেলার পাংগা মটকপুর ইউনিয়নের জালালের মোড় নামক স্থানে। নিহত কিশোর ডিমলা উপজেলা সদরের বাবুর হাট গ্রামের খলিলুর রহমান খলিলের পুত্র ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। দুর্ঘটনার সময় গোলাপের সাথে থাকা প্রত্যেক্ষদর্শী বন্ধু আলামিন(১৬) জানান,ঘটনার দিন ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজারের আঃ রশিদ এর ভাড়ায় চালিত একটি মটরসাইকেল ভাড়া নিয়ে সে সহ অপর দুই বন্ধু গোলাপ ও মেহেদী মিলে তিনজন ডোমার-ডিমলা বাইপাস সড়ক হয়ে ডোমারের দিকে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় দুপুরে ডোমার উপজেলার পাংগা মটকপুর ইউনিয়নের জালালের মোড় নামক স্থানে একটি অটোবাইক কে অভার ট্রেকিং করার সময় মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে তিনজনের মধ্যে গোলাপ গুরুত্বর আহত হন। গোলাপকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ডোমার সরকারী হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে স্থানান্তর করেন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে বিকেলে মত্যুবরন করেন। ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে নিহত কিশোরের পরিবার সহ এলাকাবাসী নাবালক শিশু- কিশোরদের অর্থের লোভে মটরসাইকেল ভাড়া দেয়ার অপরাধে মটরসাইকেল মালিক আঃ রশিদের দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। যাতে করে আগামীতে আর কোনো কিশোরকে এভাবে অকালে প্রান হারাতে না হয়।     একুশে সংবাদ // এস.সুজন // ১০.০৩.২০১৮
Link copied!