AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রী’র মৃত্যু নিয়ে মুখ খুললেন বনি


Ekushey Sangbad

১১:২১ এএম, মার্চ ৪, ২০১৮
শ্রী’র মৃত্যু নিয়ে মুখ খুললেন বনি

একুশে সংবাদ : শ্রীদেবীর মৃত্যুর পর প্রথম মুখ খুললেন বনি কাপুর৷ ২৪ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের হোটেলে ঠিক কি হয়েছিল তার বিস্তারিত বিবরণ ঘনিষ্ঠ বন্ধু কোমল নাহতাকে দেন বনি৷ কোমল আবার সেই বিবরণ নিজের ব্লগে শেয়ার করেন৷ ট্রেড অ্যানালিস্টিট কোমল জানিয়েছেন, ওইদিন শ্রীদেবীর কোনও সাড়া শব্দ না পেয়ে দরজা ঠেলে বাথরুমে প্রবেশ করেন বনি৷ তখন বাজে রাত আটটা৷ বনির কথায়, শ্রীকে কয়েক বার জোরে ডাকার পর কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি৷ সন্দেহ হয় তাঁর৷ এরপরই তিনি বাথরুমের কাছে যান৷ দরজা ভেতর থেকে লক না থাকায় বাথরুমে ঢুকে যান৷ শ্রীকে বাথটবে জলের মধ্যে পড়ে থাকতে দেখেন৷ বনির সঙ্গে কোমলের প্রায় ৩০ বছরের সম্পর্ক৷ শ্রীদেবীর শেষকৃত্যের দিন বন্ধুকে কাছে পেয়ে মনের সব কথা শেয়ার করেন বনি৷ শ্রীকে ‘জান’ বলে ডাকত বনি৷ দুবাইয়ের জুমেরিহা এমিরেটস টাওয়ার হোটেলে উঠেছিলেন তারা৷ ওই দিন দুবাইতে যাওয়ার কোনও প্ল্যানই ছিল না বনির৷ শুধুমাত্র স্ত্রীকে সারপ্রাইজ দিতে মুম্বই থেকে দুবাই উড়ে যান৷   এরআগেও শ্রীকে এইভাবে সারপ্রাইজ দিয়েছিল বনি ১৯৯৪ সালে৷ শ্রীদেবীকে কিছু না জানিয়েই হুট করে ব্যাঙ্গালোর চলে আসেন বনি৷ এইভাবেই ‘জান’কে সারপ্রাইজ দিতে ভালোবাসত সে৷   ননদের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোটা কাপুর পরিবার চলে গিয়েছিল দুবাইতে৷ বিয়ে শেষে সকলে ফিরে এলেও থেকে যান শ্রীদেবী৷ বনি বন্ধু কোমলকে জানিয়েছেন, ‘‘২৪ ফেব্রুয়ারি সকালেও কথা হয়েছিল শ্রীর সঙ্গে৷ বলছিল আমায় খুব মিস করছে৷ আমিও বলি তোমায় খুব মিস করছি৷ কিন্তু ওকে তখনও জানতে দিইনি সারপ্রাইজের কথা৷’’ ওইদিন মুম্বই থেকে দুপুর সাড়ে তিনটের ফ্লাইট ধরেন বনি৷ ঘড়িতে যখন ছ’টা বাজে তখন দুবাইয়ের ওই হোটেলে পৌঁছান বনি৷   স্বামীকে দেখে অবাক হয়ে যান শ্রী৷ বনিকে দেখেই জড়িয়ে ধরেন৷ তাঁকে চুমুও খান৷ হোটেলের ঘরে ঢোকার পর প্রায় ১৫মিনিট কথা হয়৷ শ্রীকে তখনই রোমান্টিক ডিনারে নিয়ে যাওয়ার কথা জানান বনি৷ কোমল জানিয়েছেন, বনি লিভিং রুমে বসে ছিল৷ আর শ্রী ডিনারে যাবে বলে স্নান করতে যায়৷   ওদিকে লিভিং রুমে বসে বনি টিভি দেখছিল৷ ওই সময় পাকিস্তান সুপার লিগ চলছিল৷ সেই খেলাই দেখছিল৷ ২০ মিনিট পর ঘড়ির দিকে তাকিয়ে বনি দেখেন তখন প্রায় আটটা বাজে৷ এরপরই শ্রীকে তাগাদা দিতে তাকে বার দু’য়েক ডাকেন৷ কিন্তু কোনও সাড়া না পেয়ে বাথরুমের কাছে চলে যান৷ শুনতে পান কলের আওয়াজ৷   দরজার সামনে গিয়ে জোরে ‘জান জান’ বলে ডাকতে থাকেন৷ তাতেও কোন পাওয়া গেল না৷ এরপরই দরজা ঠেলে ভেতরে চলে যায়৷ ঢুকেই স্তম্ভিত হয়ে যান৷ দেখেন শ্রীদেবীর মাথা থেকে পা বাথটবে জলের মধ্যে৷ ওই অবস্থায় শ্রীকে দেখে কিছুক্ষণের জন্য খেই হারিয়ে ফেলেন৷ কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না৷   ‘শ্রীদেবী মারা গিয়েছে৷ এই ঘটনা বনির জীবনকে যেন তছনছ করে দিয়েছে৷’ জানিয়েছেন কোমল৷ সূএ : কলকাতা ২৪×৭ একুশে সংবাদ // এস.কা.ক // ০৪.০৩.২০১৮
Link copied!