AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সম্পাদক ফারুক আহমেদকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হল ভাঙড় বইমেলা


Ekushey Sangbad

০৫:০৯ পিএম, মার্চ ৩, ২০১৮
সম্পাদক ফারুক আহমেদকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হল ভাঙড় বইমেলা

নিজস্ব প্রতিনিধি , ভাঙড় : বুধবার ২৮ ফেব্রুয়ারি ছিল ভাঙড় বইমেলার শেষদিন। এদিন সন্ধ্যায় দক্ষ প্রশাসক ও কথাসাহিত্যিক ড. হুমায়ুন কবীরকে এবং ভাঙড়ের ভূমিপুত্র কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদকে সম্মাননা প্রদান করল ভাঙড় বইমেলা কমিটি। এদিন ড. হুমায়ুন কবীর ও ফারুক আহমেদকে ভাঙড় থানার ওসি অশোকতরু মুখোপাধ্যায় আর ভাঙড় বইমেলা কমিটির আহ্বায়ক ও বিডিও সৌগত পাত্র ব্যাচ ও উত্তরীয় পরিয়ে, মেমেন্টো আর বইমেলার স্মরণিকা হাতে তুলে দিয়ে সম্মানিত করেন। ড. হুমায়ুন কবীর সাহেব দুর্দান্ত বক্তব্য রাখেন এবং ভাঙড় বইমেলাতে এতো মানুষ এসেছেন দেখে তিনি অভিভূত হন। ভাঙড়ের সাংস্কৃতিক সংস্থা কলামন্থন একাডেমী অফ ফাইন আর্টসের নৃত্য পরিবেশন দেখে মুগ্ধ হন এবং প্রশংসা করেন। ফারুক আহমেদ বললেন, বইমেলা কমিটির সমস্ত সদস্যদের এবং ভাঙড়বাসীকে ধন্যবাদ দিয়ে বললেন, "এবছর বইমেলার আয়োজন সার্থক হয়েছে। এবার থেকে ভাঙড়ের প্রশাসন প্রতিবছর বইমেলার আয়োজন করবে। আশা রাখি। ভাঙড় নিয়ে ভ্রান্ত ধারনা দূর করতে বইমেলার এই শুভ বার্তা ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বে। প্রখ্যাত সাহিত্যিক ড. হুমায়ুন কবীর-এর লেখা উপন্যাস "ফাইনাল গাজি" কলকাতা বইমেলাতে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।     বইটির প্রকাশক আনন্দ পাবলিশার। বইটি পড়ার আবেদন রইল আপাদের কাছে। আর ড. হুমায়ুন কবীর পরিচালিত সিনেমা "আলেয়া" ঈদের আগের দিন রিলিজ করছে। পারলে দেখবেন। ভাল লাগবে। আমাদের পাশের এলাকা বসিরহাটের ঘটনা নিয়ে তাঁর লেখা গল্প "আলেয়া"কে সিনেমা বানিয়েছেন তিনি।"     ভাঙড় বইমেলা‌‌র শুভ উদ্বোধন করেছিলেন কথা-সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ২৫ ফেব্রুয়ারি, রবিবার। শুভ উদ্বোধনের পর বইমেলার ‘স্মরণিকা” প্রকাশ করেছিলেন কথা-সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।     একুশে সংবাদ // এস, ফারুক/ ০৩.০৩.২০১৮
Link copied!