AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে পোকা দমনে পার্চিং উৎসব অনুষ্ঠিত


Ekushey Sangbad

০৬:৪৭ পিএম, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
আত্রাইয়ে পোকা দমনে পার্চিং উৎসব অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বোরো আবাদে ফসলের ক্ষতিকর পোকা দমনে কৃষকদের উদ্বুদ্ধ করতে পার্চিং উৎসব করা হয়েছে। সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আত্রাই উপজেলায় এ উৎসব অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় আবাদ করা বোরো ধানের ক্ষেতে শত শত কিষান-কিষানি বাঁশ ও গাছের খুঁটি পুঁতে উৎসব পালন করে।   এ সময় কাশিয়াবাড়ি এলাকায় এ উপলক্ষে আয়োজিত উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো:বেলাল হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো:শরিফুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মো:কেরামত আলী, মো: শাহিনুর রহমান,মো: আজাদ রহমান প্রমূখ।   অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্চিং হচ্ছে ফসলি জমিতে লম্বা খুঁটি বা বাঁশ পুঁতে রাখা, যাতে এসব খুঁটিতে সহজে পাখি বসতে পারে। এতে ফসলের ক্ষতিকর পোকার মথ বা কীড়া খেতে পাখির সুবিধা হয়, সঙ্গে জৈবিকভাবে পোকা দমন হয়।   ফলে বালাইনাশক ব্যবহার করতে হয় না। পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না। এভাবে জমিতে স্থাপন করা খুঁটি বা ধৈঞ্চার গাছ লাগিয়ে পাখির বসার ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে পার্চিং। পার্চিং পদ্ধতিতে ধানের জমিতে পোকা দমন এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।           একুশে সংবাদ // এস. নাহিদ // ২৬.০২.২০১৮
Link copied!