AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিয়ানমারের জেনারেল সোয়ের ওপর কানাডার নিষেধাজ্ঞা


Ekushey Sangbad

১১:০৪ এএম, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
মিয়ানমারের জেনারেল সোয়ের ওপর কানাডার নিষেধাজ্ঞা

একুশে সংবাদ : মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নিধন অভিযান চালানোর দায়ে সে দেশের সেনা কর্মকর্তার ওপর টার্গেটেড নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। রোহিঙ্গা নিপীড়নে ভূমিকা রাখায় মেজর জেনারেল মং মং সোয়ের বিরুদ্ধে এই নিষেধজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। এরআগে গত ডিসেম্বরে মিয়ানমারের এই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে প্রকাশ করা হয় ,কানাডার দ্য জাস্টিস ফর ভিকটিমস অব করাপ্ট ফরেন অফিসিয়াল অ্যাক্ট-এর আওতায় মিয়ানমারের জেনারেলের ওপর নিষেধাজ্ঞা করা হয়েছে। এর ফলে তিনি কানাডায় কোনো আর্থিক লেনদেন বা সেখানে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া জব্দ করা হবে দেশটিতে থাকা তার সব ব্যাংক অ্যাকাউন্টও।   ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের কারণে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আর মেজর জেনারেল মং মং সোয়ে ছিলেন এই নিপীড়নের অন্যতম হোতা। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘটে যাওয়া এই মানবতাবিরোধী অপরাধ কানাডা নীরব দাঁড়িয়ে দেখতে পারে না। রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, অধিকার ও সম্মানের জন্য লড়াই চালিয়ে যাওয়া সংখ্যালঘু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পাশে সহমর্মিতা নিয়ে দাঁড়াবো আমরা। একইসঙ্গে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।       একুশে সংবাদ // এস.স.প // ১৮.০২.২০১৮
Link copied!