AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপে ১৩ রুশ অভিযুক্ত


Ekushey Sangbad

০১:৫৪ পিএম, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপে ১৩ রুশ অভিযুক্ত

একুশে সংবাদ : যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ১৩ রুশ নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এটাকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা ধীরে ধীরে ট্রাম্পকেও জড়াতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আর্থিক প্রতারণা ও পাঁচজনের বিরুদ্ধে আমেরিকানদের পরিচয় ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।     শনিবার সকালে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের তদন্তে এ ঘটনাকে বড় ধরনের অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, যে ১৩ জনের বিরুদ্ধে এফবিআই অভিযোগ এনেছে তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে অনলাইনে তথ্য জালিয়াতির ষড়যন্ত্র এবং পাঁচজনের বিরুদ্ধে অন্যের পরিচয়ে ছদ্মবেশে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।   মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা এফবিআইয়ের স্পেশাল কাউন্সেল রবার্ট মিউয়েলারের তদন্তেই রাশিয়ার এই ১৩ নাগরিকের নাম উঠে আসে বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিউয়েলারের যে অভিযোগপত্র তৈরি করেছে তাতে রাশিয়ার তিনটি প্রতিষ্ঠানের নামও এসেছে, যার মধ্যে রয়েছে সেন্ট পিটার্সবার্গভিত্তিক ইন্টারনেট রিসার্চ এজেন্সি। ৩৭ পৃষ্ঠার অভিযোগপত্রে প্রতিষ্ঠানটি সম্পর্কে বলা হয়েছে, ‌‘২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনসহ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় মতানৈক্যের বীজ বপনের কৌশলগত লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির।’ যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রসেনস্টেইন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের জ্ঞাতসারে এই অবৈধ কর্মকাণ্ডে জড়ানোর কোনো প্রমাণ এখনও তারা পাননি। ২০১৬ সালের মার্কিন নির্বাচনের পর থেকেই এতে রুশ হস্তক্ষেপের অভিযোগ ওঠে। তবে শুরু থেকেই এ অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বরাবরই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছেন।   একুশে সংবাদ // এস .আলৈা // ১৭.০২.২০১৮
Link copied!