AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্তমান পদ্ধতিতে প্রশ্নফাঁস ঠেকানো সম্ভব নয় : সচিব


Ekushey Sangbad

০৫:৪৯ পিএম, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
বর্তমান পদ্ধতিতে প্রশ্নফাঁস ঠেকানো সম্ভব নয় : সচিব

একুশে সংবাদ : শিক্ষা সচিব সোহরাব হোসেন আজ দুপুরে সচিবালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের বলেন বর্তমান পদ্ধতিতে কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব নয়।এমন কোনো প্রক্রিয়া বের করতে হবে যেখানে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ থাকবে না।আর এটা নিয়ে আমরা কাজ করছি। তিনি বলেন, আমি আদালতের কোনো বিষয় না জেনে কোনো কথা বলার জন্য ক্ষমতাপ্রাপ্ত নই।আদালত যেকোনো সিদ্ধান্ত দিলে আমরা সেটা প্রতিপালন করতে বাধ্য।আপনারা বলছেন আমাদের নিস্ক্রিয়তাআছে, এটা থাকলে আমরা তা আদালতের কাছে তা বলবো। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের পথ বের করতে ২০১৪ সালে একটি কমিটি হয়েছিল কিভাবে। সেখানে আমি কমিটির প্রধান ছিলাম।খুটিনাটি সবগুলো বিষয় দেখে আমরা নিজেরাই বলছিলাম বর্তমানে যে প্রক্রিয়ায় পরিক্ষা নেয়া হচ্ছে এখানে প্রতিটি প্রশ্ন ফাঁস হওয়া স্বাভাবিক। সচিব সোহরাব বলেন, মন্ত্রণালয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবেও তিনি চেষ্টা করছেন। আমি অবিলম্বে এটি (প্রতিবেদন) মন্ত্রী মহোদয়ের কাছে দেব। আমাদের যারা গুণী ব্যক্তিরা আছেন, তাদেরকে নিয়ে বসে নতুন কোনো পথ উদ্ভাবন করা সম্ভব হয়, তাহলে পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব।”   তিনি বলেন, “এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সকলে মিলে একটা উপায় বের করতে হবে, যে প্রক্রিয়া প্রশ্ন আউটের কোনো ব্যাপার থাকবে না। সেই প্রক্রিয়া উদ্ভাবন করার জন্য সকলে মিলে এগিয়ে আসতে হবে।” একুশে সংবাদ // এস.কা.ক // ১৫.০২.২০১৮
Link copied!