AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদত্যাগ


Ekushey Sangbad

১০:২৫ এএম, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদত্যাগ

একুশে সংবাদ : রাজনৈতিক চাপের মুখে অবশেষে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন । টেলিভিশনে দেয়া দীর্ঘ ভাষণের শেষদিকে এসে তিনি পদত্যাগের ঘোষণা দিলেও, তার দাবি তিনি ভুল কিছু করেননি।তিনি আরো বলেন, পদত্যাগ করার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না। তার দল এএনসি তার সাথে যে আচরণ করেছে এবং যেভাবে পদত্যাগের জন্যে সময়সীমা বেঁধে দিয়েছে সেটিকে অন্যায় বলেও তিনি বর্ণনা করেন। ৭৫ বছর-বয়সী জুমার ওপর ক্রমাগত চাপ বাড়ছিল এএনসির নতুন নেতা সিরিল রামাফোসার কাছে দায়িত্ব হস্তান্তর করে সরে দাঁড়ানোর জন্য। এমন প্রেক্ষাপটে জুমার দল ক্ষমতাসীন এএনসি জানিয়ে দিয়েছিল, জুমা বুধবারের মধ্যেই পদ থকে সরে না দাঁড়ালে তার বিরুদ্ধে বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাব আনা হবে। ২০০৯ সাল থেকে রাষ্ট্র-ক্ষমতায় ছিলেন জুমা। তবে নানা রকম দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও তিনি তার সাধ্যমতো দেশের মানুষের জন্য কাজ করেছেন বলেও জুমা তার ভাষণে উল্লেখ করেন। একুশে সংবাদ // এস.নদি // ১৫.০২.২০১৮
Link copied!