AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেত্রীর জন্য কান্নাকাটি করা ছাড়া তাদের আর করার কিছু নাই


Ekushey Sangbad

০৫:৩৭ পিএম, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
নেত্রীর জন্য কান্নাকাটি করা ছাড়া তাদের আর করার কিছু নাই

একুশে সংবাদ : “বিএনপি’র অবস্থা এখন শূন্য কলসীর মতো। বাজছে বেশি। কিন্তু আওয়াজই সার। নেত্রীর জন্য কান্নাকাটি করা ছাড়া তাদের আর করার কিছু নাই। জনগণের ঘৃণা নিয়ে তাদের ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে। আর এ ঘৃণা কেবল দুর্নীতির জন্য নয়। পাটখাত সহ দেশের অর্থনীতির প্রধান খাতগুলোকে তারা ধ্বংসের প্রান্তসীমায় নিয়ে গিয়েছিল। হাওয়া ভবনের লুটপাট দিয়ে দেশকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। জনগণ সেসব কথা ভোলেনি, ভুলবে না।” আজ বিকেলে খুলনার ফুলতলার স্বাধীনতা চত্বরে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য শ্রমিকনেতা হাফিজুর রহমান ভুইয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত বিশাল স্মরণসভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি একথা বলেন। মেনন বলেন, বিএনপি দুর্নীতি-দৃর্বৃত্তপনা, সাম্প্রদায়িকতার রাজনীতির প্রধান ধারায় পরিণত করেছিল। তাদের শাসন আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা-তারেকের দেশের বাইরে একশ বিশ কোটি টাকা জমা রয়েছে। অথচ তাদের দুর্নীতির ক্ষুদ্র অংশের জন্য ন্যূনতম সাজা হওয়ায় এখন গেল গেল রব উঠেছে। দুভার্গ্যজনক যে বাম দাবিদার দল ও মোর্চার নেতারাও এই মাতমে শামিল হয়েছে। বিএনপির সাথে গলা মিলিয়ে তারা খালেদাকে দুর্নীতির মামলায় সাজা দেয়ার পিছনে সরকারের রাজনৈতিক অভিসন্ধি খুঁজছে। এ কারণেই দেশের শ্রমিক-কৃষক-শ্রমজীবী মানুষকে দুর্নীতির-দুর্বৃত্তায়ন, রাজনৈতিক অসততার বিরুদ্ধে নিজেদের লড়াই নিজেদের করতে হবে। ২০১৮ সালের ভোটে এই দুর্নীতিবাজদের পরাজিত করতে হবে। এর আগে সকালে রাশেদ খান মেনন ফুলতলা উপজেলা পরিষদেও উদ্যোগে নির্মিত ‘কমরেড হাফিজুর রহমান সড়ক’ ও আব্দুল খালেক ভুইয়া সড়কে নামফলক উদ্বোধন করেন। এ সময় তার সাথে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর তিনি উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার সমাজকল্যাণ কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। কমরেড হাফিজুর রহমান ভুইয়ার স্মরণসভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি কমরেড সাইদুর রহমান, বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড ড. সুশান্ত দাস, কমরেড এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কমরেড দীপংকর সাহা দিপু, কমরেড মিনা মিজানুর রহমান প্রমুখ।           একুশে সংবাদ // এস .পি.এই // ১৩.০২.২০১৮
Link copied!