AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে ১০ শিক্ষক আজীবন বহিষ্কার


Ekushey Sangbad

০৩:৪০ পিএম, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
গোপালগঞ্জে ১০ শিক্ষক আজীবন বহিষ্কার

একুশে সংবাদ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে ১০ শিক্ষককে আজীবন বহিষ্কার করা হয়েছে। জানা গেছে পরীক্ষা কেন্দ্রে আজ বেলা সাড়ে ১১টায় কোটালীপাড়া উপজেলার (ভেনু কেন্দ্র) বলুহার ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন সময় তাদেরকে বহিষ্কার করা হয়।   আজীবন বহিষ্কৃত শিক্ষকরা হলেন- প্রশান্ত বাড়ৈই, মনিরা খানম, মনির হাওলাদার, কবিতা কির্ত্তনীয়া, অশক জয়ধর, শামীম আহম্মেদ, মহসিন তালুকদার, লায়েকুজ্জামান, নিয়াজ মাকদুম ও জয় প্রকাশ বালা। এ শিক্ষকরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক।   বলুহার মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব সুরেশ দাস জানান, পরীক্ষার বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি বেঞ্চে প্রতি পরীক্ষার্থীর আলাদা আলাদা সেটে পরীক্ষা দিতে হয়। কিন্তু এই কেন্দ্রে একই বেঞ্চে একই সেটে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল।   কেন্দ্র পরিদর্শনকালে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিলাল হোসেনের নজরে আসলে তিনি শিক্ষকদের কাছে বিষয়টি জানতে চান। কিন্তু অভিযুক্ত শিক্ষকরা কোনো সদুত্তর দিতে না পারায় দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে কেন্দ্র থেকে বহিষ্কার করেছি।     কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিলাল হোসেন বলেন, বহিষ্কৃত শিক্ষকরা বেঞ্চে একই সেটে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন। আর এ কারণে কেন্দ্র সচিব অভিযুক্ত ১০ শিক্ষককে আজীবন বহিষ্কার করেন।     একুশে সংবাদ // এস .আলো // ১৩.০২.২০১৮
Link copied!