AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীত শেষে চলে এসেছে ঋতুরাজ বার্তা নিয়ে গাছে গাছে আমের মুকুল


Ekushey Sangbad

১০:১৪ এএম, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
শীত শেষে চলে এসেছে ঋতুরাজ বার্তা নিয়ে গাছে গাছে আমের মুকুল

নড়াইল প্রতিনিধি : শীত শেষে চলে এসেছে ঋতুরাজ। চারদিকে ফুল আর নতুন পাতার প্রকৃতি যখন ব্যস্ত ঠিক তখনই নড়াইল জেলা জুড়ে আমের গাছ গুলোতে মুকুলে ছেঁয়ে গেছে। আমের মুকুলে সেই মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে বাতাস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে থেকেই গাছে মুকুল দেখা দিতে শুরু করেছে এই অঞ্চলে। নড়াইলে এ বছরে গাছের মুকুলের পরিমাণ বেশি। এবার আমের বাম্পার ফলনের আশা করছেন। সংশ্লিষ্টদের দাবী প্রকৃতির দূর্যোগ না হলে এবং সময় মতো পরিচর্যা করা হলে চলিত মৌসুমে আমের ভালো ফলন হবে। আম বাগান লাভ জনক হওয়ায় প্রতিবছরে আম বাগানের সংখ্যা বাড়ছে। তবে গড়ে ওঠা নতুন আমবাগান গুলোর প্রায়ই বনেদি জাতের। নড়াইলের বিশেষ নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, ফজলি ও আশ্বিনা জাতের গাছ বেশি হচ্ছে। নড়াইলের স্থানীয় আমচাষিরা জানায়, গত বছরের চেয়ে টানা শীত ও কুয়াসার তীব্রতা এবছর অনেক কম দেখা গেছে। গত বারের মতো মৌসুমের শুরুতে শিলা বৃষ্টি হয়নি এবার আর তাই গাছে গাছে বিপুল পরিমাণ কুমুল এসেগেছে এরই মধ্যে। আমের জন্য এখন অফইয়ার বা অনইয়ার নেই। নড়াইলে বছর জুরে আম গাছের পরিচর্যা করার কারণে এখন প্রতি বছরই আমের ভালে ফলন পাওয়া যাচ্ছে। নড়াইলের স্থানীয় আমচাষিরা গাছে মুকুল আসার ১৫ থেকে ২০ দিন আগেই তারা পুরো গাছ সাইপারম্যক্সিন কার্বারিল গ্রুপের কীটনাশক দিয়ে ভালো ভাবে স্প্রে করে গাছ ধুয়ে দিয়েছেন। এতে গাছ বাস করা হপার বা শোষকজাতীয় পোকাসহ অন্যান্য পোকার আক্রমন থেকে রক্ষা পাওয়া যাবে। যদি ঠিক সময়ে হপার বা শোষক পোকা দমন করা না যায় তাহলে আমের ফলন কমে যেতে বলে জানান এই আমচাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাছে খুব একটা কীটনাশক প্রয়োগের প্রয়োজন নেই। তবে ছত্রাক জনিত রোগেও আমের মুকুল-ফুল-গুটি আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে সঠিক পরিচর্যা প্রয়োজন। আর ঠিক ঠাক পরিচর্যা করলে এবছর নড়াইলের আমচাষিরা লাভবান হবে। তিনি আরও জানান, ধান, চালবা অন্য কোন ফসলের মতো আম উপাদানের কোন লক্ষ্যমাত্রা কৃষি অধিদফতরের কাছে থাকে না। তবে, আগামী বৈশাখ-জ্যৈষ্ঠে কোন প্রাকৃতিক দৃর্যোগ না হলে নড়াইল জেলায় ভালো আমের ফলনের আশা করছেন অনেকেই। একুশে সংবাদ // এস .উজ্জল // ১৩.০২.২০১৮
Link copied!