AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার সন্ধান


Ekushey Sangbad

০৩:৪২ পিএম, ফেব্রুয়ারি ১২, ২০১৮
টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার সন্ধান

একুশে সংবাদ : লন্ডনের টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় লন্ডন সিটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের বিমানবন্দরটিতে একটি পূর্বপরিকল্পিত কাজের সময় জর্জ পঞ্চম ডকে ওই বোমার সন্ধান মেলে। বিশেষজ্ঞ কর্মকর্তা ও ব্রিটিশ রয়্যাল নেভি ওই বোমা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এরপরই স্থানীয় সময় রাত ১০টায় ওই বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। লন্ডন সিটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিমানবন্দর ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা ওই বোমাটি নিষ্ক্রিয় করতে রয়্যাল নেভির সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বোমাটি পাওয়ার পরপরই রয়্যাল নেভি ২১৪ মিটারের এক্সক্লুসন জোন বা বর্জন এলাকা তৈরি করেছে। যাতে মানুষজনের বিপদ এড়িয়ে ওই বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়। ওই মুখপাত্র আরও বলেন, এর ফলে বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হবে। এদিকে ওই বোমা পাওয়ার পর বিমানবন্দরের আশপাশের কয়েকটি রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে। সূত্র: বিবিসি একুশে সংবাদ // এস.সখ // ১২.০২.২০১৮
Link copied!