AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘রোজ ডে’ পালনের ৫ উপায়


Ekushey Sangbad

০৭:৫৫ পিএম, ফেব্রুয়ারি ৬, ২০১৮
‘রোজ ডে’ পালনের ৫ উপায়

একুশে সংবাদ : ভ্যালেন্টাইন সপ্তাহ আগামীকাল শুরু হচ্ছে ‘রোজ ডে’ দিয়ে ।এ সময় আপনার একটি গোলাপ ফুলই মন ভালো করে দিতে পারে আপনার ভালোবাসার মানুষের । ‘রোজ ডে’তে সঙ্গীকে গোলাপ দিয়ে আপনি মুগ্ধ করে দিতে পারেন নানা উপায়ে- ১।ফুল দিয়েই দিন শুরু- সকালেই আপনার সঙ্গীর বাসায় ফুল পাঠানোর ব্যবস্থা করুন ।গোলাপের তোড়ার সঙ্গে এঁটে দিন একটি ছোট্ট ভালোবাসার পত্র ।খুশি না হয়েই কোথায় যাবে সে? ২।সোনালি দিনে ফিরে যান- অনেক দিন ধরে ঘর করছেন বা সম্পর্কে আছেন, রোজ ডে নানাভাবে পালন করে ফেলেছেন ,এমন হলে সিস্পলি পুরানো দিনের স্টাইলে মুখে গোলাপের ডাল গুঁজে হাতে একটি রিং বা গিফট নিয়ে সঙ্গীকে রোজ ডে‘র শুভেচ্ছা জানান ।এমন আচরণ করুন যেন প্রথম প্রেমের দিনগুলোতেই আছেন ।সে মজাও পাবে বেশ এত । ৩।ঘর সাজান ফুল দিয়ে- সঙ্গী বাইরে থেকে ঘরে ফেরার আগে তার ঘরটা সাজিয়ে ফেলতে পারেন গোলাপ দিয়ে ।সঙ্গে রাখুন সুগন্ধি ক্যান্ডেলস । ৪।প্রতি ঘন্টায় একটা গোলাপ- যদি একটু বেশিই বিশেষভাবে পালন করতে চান রোজ ডে ,তাহলে সবগুলো গোলাপ একসাথে না দিয়ে প্রতি ঘন্টায় একটি করে গোলাপ তাকে দিন ।প্রতিটা গোলাপের সাথে সেঁটে দিন একটি করে ভালোবাসার বার্তা । ৫।ফুলের বাগানটাই দিয়ে দিন- অনেকগুলো গোলাও যদি কম মনে হয় রোজ ডে‘তে আপনার সঙ্গীকে দেয়ার জন্য ,তাহলে সঙ্গীকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে পড়ুন ।চলে যান আপনার শহরের আশপাশের গোলাপ বাগনটিতে ।মন ভরে গোলাপের রাজ্যে ঘ্রাণ নিবে আপনার সঙ্গীটি । তবে যাবতীয় ভজঘট এড়াতে সবার আগে একটা বিষয় খোঁজ নিয়ে নেবেন ,গোলাপ ফুল বা ঘ্রাণে আবার অ্যালার্জি নেই তো আপনার সঙ্গীটির ? একুশে সংবাদ // এস.এস // ০৬.০২.২০১৮
Link copied!