AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে জনপ্রিয় কিছু গাড়ির ব্রান্ড এবং দাম


Ekushey Sangbad

১২:০২ পিএম, জানুয়ারি ৩০, ২০১৮
বাংলাদেশে জনপ্রিয় কিছু গাড়ির ব্রান্ড এবং দাম

একুশে সংবাদ : আজ আমরা দেখবো এদশের যানবাহন কেনাবেচার জনপ্রিয় সাইট ‘কারমুদি ডট কম’ অনুযায়ী এদেশের জনপ্রিয় কিছু গাড়ির ব্রান্ড এবং দাম । জাপানের তৈরি টয়োটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ির ব্রান্ড ।তবে বেশিরভাগ টয়োটা গাড়িই রিকন্ডিশন করা । নাভানা গ্রুপ টয়োটা কিছু নতুন মডেল বাজারজাত করে থাকে ।মডেলগুলো হচ্ছে করোলা, ক্যাম্রি, আভঞ্জা, রাভফোর, প্রাডো, ল্যান্ডক্রুইজার, ইয়ারিস, ভায়স, হাইএস এবং হাইলাক্স ইত্যাদি । এছাড়া ডিলারদের কাছ থেকে আপনি অন্যান্য কিছু জনপ্রিয় মডেলর রিকন্ডিশন গাড়ি যেমন অ্যালিওন, প্রোবক্স, অ্যাক্সিও, প্রিমিও, নোয়া, ভিটজ এবং ফিল্ডার ইত্যাদি কিনতে পারবেন । অন্যান্য জাপানি ব্রান্ড যেমন হোন্ডা, মিত্সুবিশি, নিসান, লেক্সাস্ এবং মাজদা গাড়িও বাংলাদেশে বেশ জনপ্রিয় ।আপনি এই ব্যান্ডগুলোর নতুন এবং রিকন্ডিশন মডেল ঢাকাসহ অন্যান্য বড় শহর গুলোতে সহজেই পাবেন ।গাড়ির দাম সাধারণত মডেল, তৈরির বছর, অবস্থা এবং সুযোগ-সুবিধার উপর নির্ভর করে ।নতুন মডেলের গাড়ির দাম ২০ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ২ কোটি টাকা পর্যন্ত হতে পারে ।আবার ভালো মানের রিকন্ডিশনড গাড়ি কিনতে চাইলে আপনাকে খরচ করতে হবে অন্তত ১৩ লক্ষ টাকা । দেশের গাড়ির বাজারে ইউরোপিয়ান দামী গাড়ি্ও বর্তমানে পাওয়া যাচ্ছে ।জার্মান ব্যান্ড অডি, বিএমডাব্লিউ, মারসিডিজ-বেঞ্জ এবং পোরশে প্রভৃতি বাংলাদেশের বাজারে সহজলভ্য না হলেও খোঁজ করলে অবশ্যই মিলবে । তবে অতিরিক্ত কর আরোপ থাকার কারণে এই গাড়গুলোর দাম আকাশছোঁয়া এবং সাধারণ মানুষের লাগানের বাইরে ।এই গাড়িগুলোর সর্বনিম্ন দাম ৭০ লক্ষ টাকা থেকে শুরু করে ২ কোটি ২০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে । জাপানী এবং ইউরোপিয়ান ব্যান্ড ছাড়াও বাংলাদেশে ভারতীয় টাটা, মতিন্দ্রা, মুরুতি-সুজুকি; চাইনিজ চেরি এবং কোরিয়ান হুন্দাই এবং কিয়া গাড়িও সহজলভ্য । একুশে সংবাদ // এস.ক.তা // ৩০.০১.২০১৮
Link copied!