AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে অতিথি ও দেশীয় পাখির স্বর্গরাজ্য


Ekushey Sangbad

০৫:০১ পিএম, জানুয়ারি ৯, ২০১৮
ঠাকুরগাঁওয়ে অতিথি ও দেশীয় পাখির স্বর্গরাজ্য

ঠাকুরগাঁও প্রতিনিধি : শীতের আগমনী বার্তা নিয়ে ঠাকুরগাঁও রানিশংকৈল উপজেলার রামরাই সামরাই দীঘিতে ঝাঁকে ঝাঁকে এসেছে অতিথি পাখি সহ দেশী নানা প্রজাতির পাখির দল। হাজার হাজার পাখির আগমনে পুরো দীঘি এলাকা পাখির কলরবে মুখরিত। দেখে মনে হতে পারে পাখির স্বর্গরাজ্য। সারাদিন দীঘির জলে সাঁতার কাটা আর সন্ধ্যা নামার সাথে সাথেই দীঘির পাড়ের লিচুগাছে আশ্রয় নেয় তারা। ভোরে সূর্যের আলো দেখা দেওয়ার আগেই পুনরায় খাবারের সন্ধানে নেমে পড়ে এ দীঘির জলে। দেশীয় পাখি সহ এসব অতিথি পাখির মিলনমেলা দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে এ দীঘিতে ছুটে আসছেন প্রকৃতি ও পাখিপ্রেমীরা। পাখি দেখতে আসা ইসরাত জাহান ইমু নামে একজন বলেন, শুনেছিলাম যে এই দীঘিতে নাকি অনেক পাখি আসে। কিন্তু কখনো দেখিনাই। এবারে প্রথম দেখলাম। আসলেই পাখিগুলো দেখতে অনেক ভালো লাগছে। আরো ভালো লাগলো এতো বড় দীঘি দেখে। রামরাই দীঘি এলাকার বাসিন্দা রাজু আহমেদ জানান, সারাদিন অনেক মানুষ আসে এসব অতিথি পাখি দেখার জন্য। এদের কল-কাকলিতে মুখর হয়ে আছে দীঘি এলাকা। আমরা এলাকাবাসী সজাগ আছি কেউ যেন এদের শিকার করতে না পারে। এর পরেও অনেকে আসে এদের স্বীকার করতে । কিন্তু আমরা করতে দেইনা। ঠাকুরগাঁওয়ের পাখিপ্রেমী রেজাউল হাফিজ রাহী জানান, আমাদের এখানে যে পাখি এসেছে তাদের মধ্যে ছোট সরালিই সবচেয়ে বেশি। এছাড়াও আরো নানা প্রজাতির ছোট বড় অনেক পাখিই রয়েছে। পাখিরা যাতে আমাদের এখানে নির্ভয়ে থাকতে পারে সেজন্য প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতিথি পাখির আগমনে এ এলাকার যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় তেমনি এরা প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও সহযোগিতা করে। ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মো: নাহিদ হাসান জানান, দিনাজপুরের রাম সাগরের মতো এখানকার রামরাই সামরাই দীঘিটি বেশ বড়। যেটি আমাদের এই রানীশংকৈলের সুন্দর্য বৃদ্ধি করে। এই ছোট সরালি জাতের পাখি সহ অতিথি পাখিরা আমাদের এই দীঘিতে প্রতি শীত মৌসুমেই আসে। এদেরকে শিকারীর হাত থেকে রক্ষা করার জন্য জনসচেতনতা সহ নানা উদ্যোগ গ্রহণ করেছি। একুশে সংবাদ // এস.বাপ্পি // ০৯.০১.২০১৮
Link copied!