AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাটাফাটি ফ্রাইডেতে হাত মেলালো দারাজের সাথে


Ekushey Sangbad

১১:০৭ এএম, নভেম্বর ২৩, ২০১৭
ফাটাফাটি ফ্রাইডেতে হাত মেলালো দারাজের সাথে

একুশে সংবাদ : বিগত দুই বছরের ফাটাফাটি ফ্রাইডের সফলতার সূত্র ধরেদারাজ বাংলাদেশ (daraz.com.bd)টানা তৃতীয়বারের মত দেশের সর্ববৃহৎ অনলাইন ইভেন্টটি আয়োজন করতে সঙ্গী করেছে ডেটল ও রবি আজিয়াটা লিমিটেডকে। ডেটল আছে টাইটেল স্পনসর হিসেবে এবং রবি আছে কো-স্পনসর হিসেবে। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া দারাজের‘ডেটল ফাটাফাটি ফ্রাইডে পাওয়ারড বাই রবি’ক্যাম্পেইন চলবে একেবারে ২৭ নভেম্বরপর্যন্ত। ২৩ তারিখ মোবাইল ক্যাটাগোরি আনলক হওয়ার পর মোবাইল কিনলে ক্রেতারা ফ্রিতে পাবেন রবির ৪ জিবি ডাটা প্যাক। উন্মাদনাপূর্ন এই মেগা সেলস ইভেন্টে প্রায় ২ লাখ পণ্য ও ২০হাজার এক্সক্লুসিভ ডিল রয়েছে। ইতিমধ্যেই ফাটাফাটি ফ্রাইডে বাংলাদেশি ক্রেতাদের কাছে আস্থাভাজন হয়ে আছে, আর এজন্যই দারাজ নিয়ে এসেছে ইউনিলিভার, রেকিট বেনকাইজার, সনি, স্যামসাং, গার্নিয়ার, র‌্যাংস, সিম্ফোনি, হাগিস, অ্যাপেক্স, ইশি মায়া, বেঙ্গল, ফসিল, ব্লু, শেভার শপ, ইয়েলোসহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সেরা পণ্য এবং ব্র্যান্ডগুলো দিচ্ছে রকমারী এক্সক্লুসিভ অফার ও ডিসকাউন্ট ডিল। অনলাইন ইভেন্টটিতে দারাজের সাথে পেমেন্ট পার্টনার হিসেবে হাত মিলিয়েছে ৮টি স্বনামধন্য ব্যাংক- সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ বাংলা ব্যাংক, ইউসিবি ব্যাংক, এনআরবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক। পার্টনার ব্যাংকগুলো কার্ড দিয়ে পেমেন্টের ক্ষেত্রে ১০% অতিরিক্ত ছাড় ও ইন্টারেস্ট বিহীন (০%) ইএমআই সুবিধা দিচ্ছে। ফাটাফাটি ফ্রাইডেক্যাম্পেইনের মার্কেটিং-এ প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ফেইসবুক কিউআর কোড। এই কোড স্ক্যান করে দারাজের ক্রেতারা তাৎক্ষনিকভাবে পাবেন ৫০০ টাকার শপিং ভাউচার। আর এই কিউআর কোড গ্রাহকদের কাছে ছড়িয়ে দেবার জন্য দারাজের সাথে হাত মিলিয়েছে জনপ্রিয় রেস্টুরেন্টগুলো। আলফ্রেসকো, ম্যাডশেফ, টেক আউট, ফুড গ্যারেজ, পিজ্জা ইন, ভর্তা ভাত, ভুতের বাড়ি, ক্যাফে দ্রুম, ক্যাফে এন্ট্রো, কিভা হান, গুহা-দ্যা কেইভ কিচেন, ডিস্ম্যাক ক্যাফে, ক্রিমসন কাপ এবং আরো অনেক রেস্টুরেন্ট আছে এই তালিকায়। রেষ্টুরেন্টে থাকা কিউআর কোড ব্যানার থেকে প্রাপ্ত কোড স্ক্যান করেই দারাজ বাংলাদেশ থেকে ডিসকাউন্ট নেয়া যাবে। একুশে সংবাদ // এস.এন // ২৩.১১.২০১৭
Link copied!