AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়ামারা আজিজসহ ছয়জনের যুদ্ধাপরাধের রায়ের অপেক্ষা


Ekushey Sangbad

১০:৫২ এএম, নভেম্বর ২২, ২০১৭
ঘোড়ামারা আজিজসহ ছয়জনের যুদ্ধাপরাধের রায়ের অপেক্ষা

একুশে সংবাদ : জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ গাইবান্ধার ছয়জনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। এর আগে ২৩ অক্টোবর তাদের যুক্তিতর্ক শেষ হয় । যুক্তিতর্ক শেষে যেকোনও দিন রায় দেওয়া হবে বলে মামলাটি অপেক্ষমান (সিএভি) রেখেছেন ট্রাইব্যুনাল । আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও শেখ মোশফেক কবির । আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী খন্দকার রেজাউল ও রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম ।একই মামলার ছয় আসামির অন্য পাঁচজন হলেন : মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)। মামলায় ছয় আসামির মধ্যে মো. আব্দুল লতিফ ছাড়া বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন। আসামি আজিজসহ গাইবান্ধার ছয় জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় । ওই বছরের ২৩ নভেম্বর প্রসিকিউশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন । এ মামলায় মাত্র একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে ঘোড়ামারা আজিজসহ সব আসামিকে পলাতক দেখিয়েই আদালতে মামলার বিচারিক কাজ শুরু হয়। প্রসিকিউশন সূত্রে জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় সদস্য আব্দুল আজিজ মিয়া ২০০১ থেকে ২০০৬ সাল পযর্ন্ত চার দলীয় জোটের অধীনে জামায়াত থেকে গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে সংসদ সদস্য ছিলেন । ২০০৯ সাল থেকে ২০১৩ সালের মধ্যে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাসহ ১৩টি মামলা হয়।সুন্দরগঞ্জ থানা শাখার জামায়াতের সক্রিয় সদস্য রুহুল আমিন ওরফে মঞ্জুর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এছাড়া, উপজেলা জামায়াত নেতা আব্দুল লতিফের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মানবতাবিরোধী অপরাধসহ তিনটি মামলা হয়। পরবর্তীতে এদের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা । একুশে সংবাদ // এস.সখ // ২২.১১.২০১৭
Link copied!