AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৫০


Ekushey Sangbad

০৮:০৪ পিএম, নভেম্বর ২১, ২০১৭
নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৫০

একুশে সংবাদ : নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এই হামলার ঘটনাটি ঘটেছে দেশটির আদামওয়া প্রদেশের মুবি শহরে ফজরের নামাজের সময় । পুলিশ জানিয়েছে, ফজরের নামাজে আসা মুসল্লিদের ওই জমায়েতে এই হামলা চালানো হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিস্টারের। শহরে পুলিশের একজন মুখপাত্র ওসমান আবুবকর জানিয়েছে, এক যুবক মুসলিমদের ওই জমায়েতে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটায়। এতেই এই হতাহতের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী এই হামলার জন্য বোকো হারাম দায়ী বলে ধারণা করছে। কেননা এই ধরনের হামলা সাধারণত এই সন্ত্রাসী গোষ্ঠীটি চালিয়ে থাকে। তবে এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। বোর্নো রাজ্য যেখান থেকে বোকো হারামের উৎপত্তি সেখানেই এই গ্রুপটি বেশি হামলা চালিয়ে থাকে। যেসব এলাকায় বেশি জনসমাগম ঘটে সাধারণত এমন এলাকা হামলার বেছে নেয় বোকো হারাম। এর আগে গেলো গেলো সেপ্টেম্বরে বোর্নো রাজ্যে এক হামলায় ১৮ জন নিহত হয়েছিল। বোকো হারামের হামলায় দেশটিতে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আরো প্রায় ২০ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। একুশে সংবাদ // এস.ইফা // ২১.১১.২০১৭
Link copied!