AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুগাবেকে পদ ছাড়তে বললো তারই দলের যুব লীগ


Ekushey Sangbad

০৫:৪১ পিএম, নভেম্বর ১৯, ২০১৭
মুগাবেকে পদ ছাড়তে বললো তারই দলের যুব লীগ

একুশে সংবাদ : জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির প্রভাবশালী যুব লীগ প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে পদ ছেড়ে দেবার ওপর চাপ দিয়েছে। যুব লীগ এ ছাড়াও মি. মুগাবের স্ত্রী গ্রেসকে পার্টি থেকে বের করে দেবারও আহ্বান জানিয়েছে। তারা মিসেস মুগাবের বিরুদ্ধে 'উচ্ছৃঙ্খল এবং ধূর্ত' আচরণের অভিযোগ আনে,এবং উৎখাত হওয়া ভাইস-প্রেসিডেন্ট এমারসন এমনাঙ্গাগওয়াকে তার পদে পুনস্থাপন করারও আহ্বান জানায়। বিবিসিরএকজন সংবাদদাতা বলছেন, এটা মি. মুগাবের জন্য এক বিরাট অপমান, এবং এরপরও তিনি পদ আঁকড়ে থাকলে আগামি সপ্তাহে তাকে অভিশংসনের মুখোমুখি হতে হতে পারে। আজই কোন এক সময় সামরিক বাহিনীর জেনারেলরা মি. মুগাবের সঙ্গে দেখা করবেন। গত বুধবার সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই তিনি তার নিজ বাসভবনে গৃহবন্দী আছেন। অন্যদিকে জিম্বাবুয়ের ক্ষমতাধর সাবেক মুক্তিযোদ্ধা আন্দোলনের নেতা ক্রিস মুৎসওয়াঙ্গুয়া মি. মুগাবের প্রতি এক কড়া সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, তিনি যদি আজই পদত্যাগ না করেন তাহলে গণ-সহিংসতা শুরু হবে। তিনি বলেন সামরিক বাহিনীকে আজকের মধ্যেই মুগাবের ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। তা নাহলে জনগণ রাস্তায় নেমে আসবে এবং 'যা করার তা করবে'। তবে মি. মুৎসওয়াঙ্গুয়া বলেন, তিনি মি. মুগাবের সম্মানজনক প্রস্থান বা এমনকি নির্বাসন চান। তিনি আরো বলেন, সেনাবাহিনী জনগণের সাথে আছে এবং তাদের কাজকর্মে কোন ত্রুটি হয় নি। একুশে সংবাদ // এস.সম // ১৯.১১.২০১৭
Link copied!