AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে গেছেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad

১১:৩৫ এএম, নভেম্বর ১৯, ২০১৭
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে গেছেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী

একুশে সংবাদ : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে গেছেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী। এরা হলেন- জাপানের পররাষ্ট্রন্ত্রী তারো কোনো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার। আজ রবিবার সকালে তারা কক্সবাজারে এসে পৌছান। তাদের সঙ্গে রয়েছেন ইইউ প্রতিনিধিও। জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর বহনকারী হেলিকপ্টারটি কক্সবাজারের উদ্দেশে তেজগাঁও বিমান ঘাঁটি ত্যাগ করে। তাদের সঙ্গে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকো মঘেরিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা কক্সবাজার পৌঁছে উখিয়া ও টেকনাফের বালুখালী, কুতুপালংসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। একই সঙ্গে রাখাইন থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে কথাও বলবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে অতিথিদের নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে গতকাল শনিবার ঢাকায় এসে পৌঁছান এই অতিথিরা। একুশে সংবাদ // এস.এলা// ১৯.১১.২০১৭
Link copied!