AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পয়েন্ট ভাগ করেই ফিরতে হলো রিয়াল মাদ্রিদকে


Ekushey Sangbad

১০:৪৪ এএম, নভেম্বর ১৯, ২০১৭
পয়েন্ট ভাগ করেই ফিরতে হলো রিয়াল মাদ্রিদকে

একুশে সংবাদ : অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে পয়েন্ট ভাগ করেই ফিরতে হলো রিয়াল মাদ্রিদকে| শনিবার রাতে অ্যাটলেটিকোর নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোয় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি গোলশূন্য ড্র হয়েছে। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রিয়াল তৃতীয় স্থান ধরে রেখেছে। সমান পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে। তবে দুই দলই শীর্ষে থাকা বার্সেলোনা থেকে পিছিয়ে আছে ১০ পয়েন্টে। খেলায় ৬৬ শতাংশ বল নিয়ন্ত্রণে ছিল রিয়ালেরই। এমনকি গোলপোস্টে তারাই আক্রমণ করেছে বেশি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। অবশ্য সবচেয়ে বড় সুযোগ তৃতীয় মিনিটে পেয়েছিল অ্যাটলেটিকোই। গ্যাবির সামনের দিক থেকে বাড়িয়ে দেয়া বল পেয়ে মার্সেলোর দিকে বাড়িয়ে দেন ভারানে। কিন্তু কিন্তু সেই বল পেয়ে যান অ্যাটলেটিকো ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরে। গোলরক্ষক সামনে এগিয়ে আসলে ওয়ান টু ওয়ান পজিশন থেকেও লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। তাই দিয়েগো সিমিওনেকে এই মিসের জন্য শেষ পর্যন্ত হতাশায় পুরতে হয়েছে। ইনজুরিতে থাকা অধিনায়ক সার্জিও রামোসকে মাঠ থেকে তুলে নেন জিদান। তাঁর জায়গায় নামেন নাচো। বেনজেমার বদলে মাঠে আসেন মার্কো আসেনসিও। কিন্তু এ সময় রক্ষণাত্মক কৌশল নেয় অ্যাটলেটিকো। যে কারণে রক্ষণব্যুহ ভেঙে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। গ্রিজম্যানের পরিবর্তের ফার্নান্দো তোরেস ও কোরেয়ার বদলে কেভিন গ্যামিরো মাঠে নামলে খেলায় কিছুটা ছন্দ ফিরে আসে। ৭৮ মিনিটে গ্যামিরোর একটি প্রচেষ্টা রুখে দেন রিয়াল ডিফেন্ডার ভারানে। অপরদিকে ৮৯ মিনিটে রোনালদো জোরালো শট নিলেও তা রুখে দেন হার্নান্দেজ। একুশে সংবাদ // এস.ইফা // ১৯.১১.২০১৭
Link copied!