AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ দুপুরে নাগরিক সমাবেশ


Ekushey Sangbad

০৯:৫৮ এএম, নভেম্বর ১৮, ২০১৭
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ দুপুরে নাগরিক সমাবেশ

একুশে সংবাদ : ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ দুপুরে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি উদযাপনে আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন নাগরিক কমিটির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সমাবেশ শুরু হবে জাতীয় সংগীত, ধর্মগ্রন্থ থেকে পাঠ আর বাংলাদেশের ইতিহাসের সেই দিনটি নিয়ে নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ সমাবেশে দলের নেতাকর্মী ছাড়াও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। এর আগে গত রোববার ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে উপলক্ষে করে একই জায়গায় ব্যাপক শোডাউন করে সরকারবিরোধী দল বিএনপি। দীর্ঘদিন পর বিএনপির এ শোডাউন রাজনৈতিক মহলে বেশ আলোচিত হয়। তবে আজকের সরকার দলের এ সমাবেশকে পাল্টা সমাবেশ হিসেবে মানতে নারাজ ক্ষমতাসীনরা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল সকালে জনসভাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, এটিকে অনেকেই বিএনপির পাল্টা সমাবেশ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটি পাল্টা সমাবেশ নয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে স্বীকৃতি দেয়ায় তার ‘সেলিব্রেশন’ মাত্র। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, অসুস্থতাসহ নানা কারণে দীর্ঘ প্রায় দুই মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সমাবেশে বক্তব্য রাখবেন। সে জন্য আজকের সমাবেশ বঙ্গবন্ধুর ভাষণকে উপলক্ষ করে হলেও এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের রাজনৈতিক জবাব দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আগামী সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচন ইস্যুতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশে ৭ মার্চের ভাষণ এবং বক্তৃতার ফাঁকে ফাঁকে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে চলবে আবৃত্তি ও সঙ্গীত। সমাবেশে জনতার ঢল নামিয়ে ইতোমধ্যেই বিরোধীদের দাঁতভাঙা জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন দলটির নীতিনির্ধারকেরা। সেই লক্ষ্যে দফায় দফায় বৈঠক করেছেন তারা। এসব বৈঠক থেকে সর্বোচ্চ সংখ্যক লোকের উপস্থিতি নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা সরকারের প্রতি জোরালো সমর্থন জানানোর আহ্বান জানানো হয়। একুশে সংবাদ // এস.ইফা // ১৮.১১.২০১৭
Link copied!