AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেল হত্যা দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি


Ekushey Sangbad

১১:২৮ এএম, নভেম্বর ৩, ২০১৭
জেল হত্যা দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

একুশে সংবাদ : জেল হত্যা দিবস (০৩ নভেম্বর) স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা অসুস্থ থাকায় তার পক্ষে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক। একই কারণে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। আজ শুক্রবার সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া ও পরে আওয়ামী লীগের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রী অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি বলেন জানান ওবায়দুল কাদের। নির্ধারিত সময়ের কিছুটা পরে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার সভাপতিত্বে স্মরণ সভা হওয়ার কথা রয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ০৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এটি কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। একুশে সংবাদ/কাপ্র/জিহা/০৩-১১-১৭
Link copied!