AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাশূন্যের কাছাকাছি ড্রোন ওড়াল চীন


Ekushey Sangbad

১২:৩৯ পিএম, নভেম্বর ১, ২০১৭
মহাশূন্যের কাছাকাছি ড্রোন ওড়াল চীন

একুশে সংবাদ : এক বিশেষ ড্রোন তৈরি করেছে চীন।আজও পর্যন্ত ওই রকম উচ্চতায় কোনও ড্রোন উড়তে পারেনি, সেখানেই এবার এক বিশেষ ড্রোন ওড়াল চীন। যার নাম“near space” । সেই উচ্চতায় বায়ুস্তর এতই পাতলা আর তাপমাত্রা এতটাই কম যে সেখানে কোনও ড্রোন কাজ করতে পারে না। তাই সেই এলাকা ড্রোনের ‘ডেথ জোন’ বা ‘মৃত্যুপুরী’ হিসেবে সবার কাছে পরিচিত। আদতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার উচ্চতা থেকে শুরু হয় এই ‘ডেথ জোন’। বিজ্ঞানীরা চেয়েছিলেন এমন একটি ড্রোন তৈরি করতে, যা এক সপ্তাহ এমনকি এক বছর ধরেও নজরদারি চালাতে পারে। এটি সেরকমই একটি ড্রোন। এর সফল পরীক্ষা করেছে বেইজিং। ঠিক বুলেটের মত আকাশে উড়ে যাবে এই ড্রোন। চীনের গবেষক ইয়াং ইয়ানচু জানিয়েছেন ।একটি শটে ১০০টি ড্রোন লঞ্চ করার লক্ষ্য রয়েছে চিনের। ঠিক একঝাঁক মৌমাছির মত উড়ে যাবে ড্রোন। তবে এখনও পর্যন্ত অতিরিক্ত উচ্চতার ড্রোনের জন্য এখনও অনেক গবেষণা বাকি বলে জানিয়েছেন চীনা গবেষকেরা। তবে এখনও পর্যন্ত এই ড্রোনে ক্যামেরা লাগানো যায়নি। এর জন্য এক বিশেষ অ্যান্টেনার প্রয়োজন। তবে সেটাও হয়ত শীঘ্রই সম্ভব করে তুলবে চীন। একুশে সংবাদ // এম .বিসি //০১.১১.২০১৭
Link copied!