AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিউলে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কাউন্সিল


Ekushey Sangbad

১০:১৭ এএম, অক্টোবর ৩১, ২০১৭
সিউলে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কাউন্সিল

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি :দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গাংদং স্টেশনের পাশে একটি কমিউনিটি সেন্টারে ২৯ অক্টোবর রোজ রবিবার দক্ষিণ কোরিয়াস্থ বঙ্গবন্ধু পরিষদের একটি আলোচনা সভা ও দক্ষিণ কোরিয়াস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মেক্সিম চৌধুরী আলোচনা সভাটির সভাপতিত্ব করেন। অন্যদিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কাউন্সিলের সভাপতি করেন সংগঠনটির প্রাক্তন আহ্বায়ক ডেবিড ইকরাম। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ভিয়েনা প্রবাসী আহমেদ ফিরোজ ও সম্মানিত অতিথি হিসাবে দক্ষিণ কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জুলফিকার রহমান উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভার বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইনহা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ কেশব কে অধিকারী, সহকারী অধ্যাপক ডঃ আবু তাহের, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ডঃ বিজন সরকার ও গোপালগঞ্জ এসোসিয়েশনেৱ অত্যন্ত পরিচিত মুখ শেখ মুরাদ হোসেন সোহেল । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া আওয়ামীলীগ শাখার সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক শহিদুল হাচান ও দলটির সহ-সভাপতি রফিকুল ইসলাম ভুট্টো। বক্তারা বঙ্গবন্ধুর জীবন, তাঁর রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ডের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনা সভার পরে বঙ্গবন্ধু পরিষদের একুশ জন সদস্যকে আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কাউন্সিল শুরু হয়। প্রধান অতিথি ফিরোজ আহমেদ ও সম্মানিত অতিথি রাষ্ট্রদূত জুলফিকার রহমানের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে আগামী দু-বছরের জন্য ডেবিড ইকরামকে সভাপতি এবং ডঃ আবু তাহেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের একুশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন । আলোচনা সভা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্মেলনটি পরিচালনা করেন সোলায়মান স্বপন । পরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কাউন্সিলের সভাপতি ডেভিড ইকরাম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কাউন্সিল সফল করার জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান একুশে সংবাদ/দমুরাদ/৩০-১০-১৭
Link copied!