AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্যালারি শিল্পী ও অনুরাগীদের মেলবন্ধনের বড় ক্ষেত্র : সংস্কৃতি মন্ত্রী


Ekushey Sangbad

১১:৩২ এএম, অক্টোবর ১৭, ২০১৭
গ্যালারি শিল্পী ও অনুরাগীদের মেলবন্ধনের বড় ক্ষেত্র : সংস্কৃতি মন্ত্রী

একুশে সংবাদ  : সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, গ্যালারি শিল্পী ও অনুরাগীদের মেলবন্ধনের বড় ক্ষেত্র। গ্যালারির মাধ্যমে শিল্পানুরাগীরা শিল্পীদের কাছে আসার সুযোগ পান। এটি দেশের শিল্প-সংস্কৃতি বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মন্ত্রী আজ ঢাকায় গুলশানে ‘লিজেন্ড এন্ড কনটেম্পোরারি’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর মাধ্যমে গ্যালারি কারিকর এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকা শহরে গ্যালারির সংখ্যা আরো বৃদ্ধি করা উচিত। তবেই দেশের শিল্প-সংস্কৃতির চর্চা বাড়বে। শিল্প অর্থনীতির বাইরে নয়, এর একটি বাজার রয়েছে। শিল্প-বাজার সৃষ্টির ক্ষেত্রে গ্যালারির ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, মনিরুল ইসলাম, আবুল বারক আলভী ও ফরিদা জামান উপস্থিত ছিলেন । উল্লেখ্য, প্রদর্শনী আজ থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। একুশে সংবাদ // এস এস //১৭.১০.২০১৭
Link copied!