AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোনালদোর ‘প্রত্যাবর্তন’ ম্যাচে হেরে গেল রিয়াল মাদ্রিদ


Ekushey Sangbad

১১:৩৮ এএম, সেপ্টেম্বর ২১, ২০১৭
রোনালদোর ‘প্রত্যাবর্তন’ ম্যাচে হেরে গেল রিয়াল  মাদ্রিদ

ঘরের মাঠ, প্রতিপক্ষ রিয়াল বেটিস। ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তন ম্যাচে বড় জয়ের আশাতেই ছিল রিয়াল মাদ্রিদ। তবে জিনেদিন জিদানের দলের সঙ্গী হয়েছে একরাশ হতাশা। বুধবার বেটিসের কাছে ০-১ গোলে হেরে পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে পড়ল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও লক্ষ্যভেদ করতে পারছিল না কোনো দল। ইনজুরি সময়ে বার্সেলোনা বি দলের সাবেক তারকা আন্তনিও সানাবরিয়ার গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল বেটিস। ঘরের মাঠে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা রোনালদো। সুযোগ নষ্ট করেছেন গ্যারেথ বেলও। দ্বিতীয়ার্ধেও এই দুজন গোলের সুযোগ মিস করেন। সবমিলিয়ে গোলের ২৭টি সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি রিয়াল। নির্ধারিত সময়ের খেলা শেষে ড্রয়ের পথেই হাঁটছিল ম্যাচটি। এমন সময় সান্তিয়াগো বার্নাব্যুর স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয় রিয়াল বেটিস। যোগ করা সময়ের শেষ মুহূ্র্তে আন্তনিও বারাগানের ক্রসে ডাইভিং হেডে রিয়ালের জাল কাঁপান সানাবরিয়া। ফলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফিরেছে রিয়াল বেটিস। অন্যদিকে ২০১১ সালের পর লিগে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা তিন ম্যাচে জয় পেতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ। এর আগে ভ্যালেন্সিয়া ও লেভান্তের সঙ্গেও বার্নাব্যুর মাঠে ড্র করে জিদানের দল। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রোববার ২-১ গোলে জেতার পথে পেলের সান্তোসের গড়া টানা ৭৩ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করে রিয়াল মাদ্রিদ। বুধবার নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল লস ব্লাঙ্কোসরা। তবে বেটিসের জাল খুঁজে না পাওয়ায় রেকর্ড গড়া হলো না রিয়ালের। লা লিগার পাঁচ রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে নেমে গেল রিয়াল মাদ্রিদ। ৯ পয়েন্ট নিয়ে রিয়াল বেটিস ওঠে এসেছে ছয় নম্বরে। অন্যদিকে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে রয়েছে। একুশে সংবাদ/এস এস.কাল/২১.০৯.২০১৭
Link copied!