AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে ডিবি ও থানা পুলিশের বিশেষ অভিযান


Ekushey Sangbad

০১:১০ পিএম, সেপ্টেম্বর ২০, ২০১৭
নড়াইলে ডিবি ও থানা পুলিশের বিশেষ অভিযান

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মোট ৪২ পিচ ইয়াবাসহ ১ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লিমন মোল্যা (৩২)। সে নড়াইল সদর উপজেলাধীন বাসগ্রামের জাফর মোল্যার ছেলে। বিস্তারিত উজ্জ্বল রায়ের ,রিপোর্টে,নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নের্তত্বে এসআই নয়ন পাটোয়ারী, এএসআই জহির, এএসআই সোহেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে থেকে ৪২ পিচ ইয়াবাসহ লিমনকে গ্রেফতার করে। ওসি আশিকুর রহমান জানান, মাদক বিরোধী অভিযোনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নড়াইল রামকৃষ্ণ আশ্রমের সামনে থেকে দেহ তল্লাশি করলে তার নিকট থেকে ৪২ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। অপরদিকে রূপগঞ্জ বাজারস্থ ঝিলিক পেন প্যালেস থেকে অভিনব পদ্ধতির সাহায্যে ৪০ হাজার টাকা চুরি করে গ্রেফতারকৃত এই চোর। গ্রেফতারকৃত চোরের নাম মোঃ মাসুদ। সে নড়াইলের ধোপাদী গ্রামের গোলাম রব্বানীর পুত্র। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম রেজা অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে চুরির ৪০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে নড়াইল সদর থানায় নিয়ে যায় এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এছাড়াও সে অন্য কোন চুরির সাথে সম্পৃক্ত ছিল কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। । এছাড়াও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত তিনজন আসামীকে গভীর রাতে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, আদালতের গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে উপ-পরিদর্শক কেএম জাফর আলী, রানা প্রতাপ ও সাইদুজ্জামান’র নের্তৃত্বে সংগীয় ফোর্স নিয়ে পৃথক তিনটি অভিযান চালিয়ে, নড়াইলের লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল মোল্যার ছেলে লোহাগড়া আমলী আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ লিটন মোল্যা (৩২), নলদী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের লুৎফর ফকির’র ছেলে রাজু আহম্মেদ ওরফে কুত্তা রাজু ও আব্দুর রহমান শেখ’র ছেলে একাধীক মামলার ওয়ারেন্ট,এজাহার, সাজাপ্রাপ্ত ও চিহ্নিত মাদক ব্যাবসায়ী জয়নাল রহমান পলাশ (২৬)কে ১১পুরিয়া জট গাজাসহ অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যাবস্থাসহ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রতিবেদককে এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ জন গ্রেফতার জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদকসহ বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে। জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি। একুশে সংবাদ/উজ্জ্বল রায়/২০.০৯.২০১৭
Link copied!