AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিয়ানমারের সামরিক বাহিনীকে কোনো প্রশিক্ষণ দেবে না যুক্তরাজ্য


Ekushey Sangbad

১২:৫৩ পিএম, সেপ্টেম্বর ২০, ২০১৭
মিয়ানমারের সামরিক বাহিনীকে কোনো প্রশিক্ষণ  দেবে না যুক্তরাজ্য

একুশে সংবাদ : রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সহিংসতা চালানোয় এবার মিয়ানমারের সামরিক বাহিনীকে কোনো প্রশিক্ষণ দেবে না যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার বলছে, মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে তাদের একটি প্রশিক্ষণ কর্মসূচি তারা স্থগিত করেছে। যদিও প্রতিবছর তিন লাখ পাউন্ড খরচ করে বর্মী সেনাবাহিনীকে এই প্রশিক্ষণ দিয়ে আসছিলো ব্রিটেন। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানান, রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতা এবং তাকে কেন্দ্র করে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্রিটেন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সঙ্কটের গ্রহণযোগ্য কোনো সমাধান না হওয়া পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত থাকবে। ব্রিটিশ সরকারের অপর এক বিবৃতিতে বলা হয়, ‘বর্মী সেনাবাহিনীর প্রতি আমরা আহবান জানাচ্ছি রাখাইনে সহিংসতা বন্ধ করে বেসামরিক সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যে। সেখানে যাতে মানবিক ত্রাণ সাহায্য যেতে পারে তার জন্যেও সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে আহবান জানানো হচ্ছে। সূএ: বিবিসি একুশে সংবাদ/ এস এস/ ইফা /২০.০৯.২০১৭
Link copied!