AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে স্কুল শিক্ষক পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ খাইয়ে মালামাল লুট


Ekushey Sangbad

০৭:৫১ পিএম, সেপ্টেম্বর ১৮, ২০১৭
নড়াইলে স্কুল শিক্ষক পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ খাইয়ে মালামাল লুট

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের শেখহাটি গ্রামের স্কুল শিক্ষক মোস্তাহিদ বিশ্বাসের পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ খাইয়ে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে গুরুতর অবস্থায় শিক্ষক মোস্তাহিদ ও তার মাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে রান্নাঘরে থাকা খাবার খেয়ে শিক্ষক মোস্তাহিদ বিশ্বাস (৩০) ও তার মা আনজিরা বেগম (৫০) ঘুমিয়ে পড়েন। এসময় অজ্ঞান পার্টির সদস্যরা ঘরে প্রবেশ করে টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। শিক্ষক মোস্তাহিদের ভাইপো আনিচুর রহমান জানান, সকাল বেলা তার চাচা ও দাদীর কোনো সাড়া না পেয়ে বাড়িতে গিয়ে দেখেন অজ্ঞান অবস্থায় তারা পড়ে আছেন। পরে তাদেরকে নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মশিউর রহমান বাবু এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে, জানান, চেতনানাশক ওষুধ খাওয়ানোর কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তাদের চিকিৎসা চলছে এবং দুজনেই আশঙ্কামুক্ত। তবে তাদের সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগবে। শিক্ষক মোস্তাহিদ বিশ্বাস দেবভোগ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ঘটনার রাতে ওই বাড়িতে শিক্ষক মোস্তাহিদ ও তার মা অবস্থান করছিলেন। একুশে সংবাদ / উজ্জ্বল রায় / ১৮.০৯.১৭
Link copied!