AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিতার লালসা ও নির্যাতনের শিকার ৮ বছরের শিশু মিম


Ekushey Sangbad

০১:২০ পিএম, সেপ্টেম্বর ১৮, ২০১৭
পিতার লালসা ও নির্যাতনের শিকার ৮ বছরের শিশু মিম

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে নিজ পিতার নির্যাতন ও ধর্ষণের শিকার হলেন ১০ বছরের মেয়ে মীম খাতুন। নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দক্ষিণ বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আর এ ঘটনাকে কেন্দ্র রোববার নড়াইল সদর থানায় ওসি দেলোয়ার হোসেনের সহযোগিতায় গ্রাম পুলিশকে বাদী করে একটি মামলা দায়ের করে যার নং- ১৬। জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে বাগডাঙ্গা গ্রামের সালাম মোল্লার ছেলে আহাদ মোল্লা তার তৃতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে মিম খাতুনকে অমানুষিকভাবে শারিরিক নির্যাতন করেন। তার দুই চোখ, দুই হাঁটু, পিঠে ও ঘাড়ে মারাত্মকভাবে জখম হয়। মিম জানায়, ছোট বাচ্চাদের সাথে খেলা করার অপরাধে তার পিতা তাকে বিদেশী টর্চলাইট ও রড দ্বারা মারপিট করে। আঘাতে আঘাতে মিম অজ্ঞান হয়ে পড়লেও তাকে চিকিৎসা দেয়া হয়নি। সকালে প্রতিবেশীর কাছে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য আহাদের মা (মিমের দাদী) মিমকে খাটের নিচে লুকিয়ে রাখে। খবর পেয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মিমের পিতা আহাদ মোল্লা পলাতক রয়েছেন। মিমের চাচা বাদী হয়ে আহাদের নামে নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে মামলা করতে ইচ্ছুক হলেও পরে তারা পারিবারিক ভাবে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। এলাকাবাসী জানায়, বাগডাঙ্গা গ্রামের সালাম মোল্লার ছেলে আহাদ মোল্লার ২য় স্ত্রীর সন্তান মিম খাতুন। আহাদ মোল্লার সর্বমোট চারটি বিয়ে। নির্যাতনের শিকার হয়ে সবাই চলে যাওয়ায় বর্তমান তার কোন স্ত্রী নেই। সে এখন নেশাগ্রস্থ ও মাদক ব্যবসায়ী। মিমকে সে প্রতিদিনই মারধর করে। ঘটনাটি মিমের চাচা গোলাম কিবরিয়া, জেলা একাউন্টস অফিসের (অএ অফিস) সুপার, তিনি টাকা ও ক্ষমতার দ্বারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। মিম এর মামা ও খালাত ভাই দুপুরে মিমকে দেখতে মিম এর চাচা গোলাম কিবরিয়ার উপজেলা কোয়ার্টার এর বাসায় গেলে মিম এর দাদা সালাম মোল্যা, মিম এর মামা জামাল ও খালাত ভাই নুর ইসলাম এর সাথে দেখা করতে দেয় না এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি দিতে থাকে বলে যে, বেশি বাড়াবাড়ি করলে মিম কে জানে মেরে ফেলবো। উলে¬খ্য যে মীম এর বাবা আহাদ এর অত্যাচারে মীম এর মা ঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে মামলা নিয়েছে সদর থানা পুলিশ। মামলা নম্বর ২৬। রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রাাম পুলিশ শুকুর শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, মিমের চাচা বাদী হয়ে মামলা করতে প্রথমে রাজী থাকলেও পরে ভাইয়ের বিরুদ্ধে মামলার বাদী হতে অস্বীকার করে। এমতাবস্থায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খানের হস্তক্ষেপে গ্রাম পুলিশকে বাদী করে মামলাটি রুজু করা হয়। এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মামলার বিষয়টি নিশ্চিত হয়ে এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে। একুশে সংবাদ/উজ্জ্বল রায়/১৮.০৯.১৭
Link copied!