AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাবুলে বোমা হামলার দায় স্বীকার :তালেবান


Ekushey Sangbad

০১:৫৭ পিএম, জুলাই ২৪, ২০১৭
কাবুলে বোমা হামলার দায় স্বীকার :তালেবান

একুশে সংবাদ: আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকালে কাবুলের পশ্চিমাঞ্চলে সরকারি কর্মীদের বহনকারী একটি বাসে আঘাত হানে বোমা বেঁধে রাখা গাড়িটি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, 'সকালে ব্যস্ত সময়ে আমাদের মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী বাসটিতে গাড়িবোমা হামলা চালানো হয়।' তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানজুড়ে তালেবান হামলা বেড়ে যাওয়ার মাঝেই এ ঘটনা ঘটলো। হামলায় আহত অনেকের অবস্থা গুরুতর জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। হামলার পর থেকে এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কাবুলের যে এলাকায় এই হামলা চালানো হয়েছে সেটি মূলত শিয়া হাজারা সম্প্রদায়ভুক্তদের বসবাস। জাতিগতভাবে সংখ্যালঘু এই জনগোষ্ঠী এর আগেও বিভিন্ন সময়ে হামলার শিকার হয়েছে। এর আগে গত মে মাসের শেষ দিকে কাবুলে এক ট্রাকবোমা হামলায় দেড়শ'রও বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হয়। ওই হামলাটিও চালানো হয়েছিল সকালের ব্যস্ত সময়ে। ২০০৯ সাল থেকে আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের তথ্য সংগ্রহ কর্মরত জাতিসংঘের মিশন সহযোগী (ইউএনএএমএ) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে ১ হাজার ৬৬২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আর আহত হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। একুশে সংবাদ/জিহা/সম-২৪.০৭.২০১৭
Link copied!