AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘২০২১ সাল নাগাদ বিদ্যুৎ সক্ষমতা দ্বিগুণ হবে’ : নসরুল হামিদ


Ekushey Sangbad

০৩:২৫ পিএম, জুন ২২, ২০১৭
‘২০২১ সাল নাগাদ বিদ্যুৎ সক্ষমতা দ্বিগুণ হবে’ : নসরুল হামিদ

একুশে সংবাদ : ২০২১ সাল নাগাদ বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের বিতরণ লাইনের পরিমাণ ৪ লাখ ১ হাজার কিলোমিটার, সঞ্চালনের লাইনের পরিমাণ ১০ হাজার ৪৩৬ সার্কিট কিলোমিটার এবং গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা ২৮ হাজার ৫৬৯ এমভিএ। বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, সরকার বিতরণ লাইনের পরিমাণ ৪ লাখ ৭৮ হাজার কিলোমিটার এবং সঞ্চালন লাইনের পরিমাণ ২০ হাজার ৫৮১ সার্কিট কিলোমিটারে উন্নীত করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেছে। নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৩৭৯ মেগাওয়াট (ক্যাপটিভসহ) দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে প্রায় ৮ হাজার ৫০০ থেকে ৯ হাজার ৫০০ মেগাওয়াট। তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে দেশে মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে আবাসিক খাতে ৫০ দশমিক ৮৯ শতাংশ, কৃষি খাতে ৩ দশমিক ৬১ শতাংশ, শিল্প খাতে ৩৪ দশমিক ২৮ শতাংশ, বাণিজ্যিক খাতে ৯ দশমিক ৩৪ শতাংশ এবং অন্যান্য খাতে ১ দশমিক ৮৮ শতাংশ বিদ্যুৎ ব্যবহার হয়েছে। প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ শতাংশ বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলেও সংসদে জানান প্রতিমন্ত্রী। একুশে সংবাদ // পপি // রাজি // ২২.০৬.১৭
Link copied!