AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমার জীবনে কোনো অনুশোচনা নেই : মিথিলা


Ekushey Sangbad

১২:১৯ পিএম, জুন ২২, ২০১৭
আমার জীবনে কোনো অনুশোচনা নেই : মিথিলা

একুশে সংবাদ : ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী মিথিলা। ক্যারিয়ারে বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। পর্দার সামনে ও পেছনে দুটো জায়গাতেই সমান ভূমিকা রেখে প্রগতিশীল নারীর মর্যাদা পেয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ পদক পেয়েছেন। বলা যায় পর্দার সামনে ও পেছনে দু’জায়গাতেই সফল মিথিলা। তবে বেশ কিছুদিন যাবত গুঞ্জন শোনা যাচ্ছে মিথিলার দাম্পত্য জীবনে নাকি ব্যাপক টানাপোড়েন চলছে। বিষয়টি নিয়ে তাহসান-মিথিলা দু’জনের কেউই এতদিন কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খোলেন মিথিলা। পুরোটা গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, কে কি বললো ওগুলো নিয়ে আমি একদমই ভাবি না। মানুষের কথা শোনার সময় আমার নেই। তারা তো কত কথাই বলবে! আমার লাইফ একটা রুটিনে চলে। আমার কাজ আমি করে যাচ্ছি। আমি শুধু সবাইকে এটাই বলব, আমার যদি কিছু বলার থাকে আমরা সোচ্চার হয়ে সবলভাবে বলব। মিথিলা বলেন, তবে আমি আমার দাম্পত্য জীবন নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি একটা বিষয় বিশ্বাস করি মানুষের একটাই জীবন। প্রত্যেকটা মানুষের জীবনে ভালো সময় থাকে, খারাপ সময় থাকে। আমি আমার ভালো সময়টাকে যেভাবে উপভোগ করি; খারাপ সময়টাকেও সেভাবে উপভোগ করার চেষ্টা করি। মানে যদি কষ্টে থাকি, আমি সেই কষ্টটার মধ্য দিয়ে যাই। সেটাকে থামানোর চেষ্টা করি না। কষ্ট, সুখ, দুখ-এগুলো জীবনের একটা অংশ। আমার জীবনের কোনো বিষয় নিয়ে অনুশোচনা নেই। দর্শকপ্রিয় এই তারকা আরও বলেন, আমি সিম্প্লিসিটিতে বিশ্বাস করি। আমি এক্সট্রা অর্ডিনারি কোনো লাইফ চাই না। আমি অনেক ফেইম চাই না, টাকা পয়সা চাই না। আমি চাই একটা সিম্পল লাইফ সেখানে সম্মান থাকবে, ভালোবাসা থাকবে, শান্তি থাকবে। আসলে পৃথিবীতে টাকা, পয়সা, ডিগ্রি, ফেইম এগুলো কিচ্ছু না। জীবনে সিম্পিসিটিটাই সব। সুস্থভাবে বেঁচে আছি, মানুষকে ভালোবাসতে পারছি এটাই বড় বিষয়। একুশে সংবাদ // পপি // বিবা // ২২.০৬.১৭
Link copied!