AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হ্যাপি এখন আমাতুল্লাহ!


Ekushey Sangbad

১২:১০ পিএম, জুন ২২, ২০১৭
হ্যাপি এখন আমাতুল্লাহ!

একুশে সংবাদ : ফের আলোচনায় নাজনীন আক্তার হ্যাপি। তবে এবারের সম্পূর্ণ ভিন্ন কারণে উঠে এসেছে তার নাম। যে হ্যাপি জাতীয় দলের ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনেছিলেন সেই হ্যাপি এখন ইসলামের আদর্শে জীবনযাপন করছেন। তার নাম এখন 'আমাতুল্লাহ', এর অর্থ আল্লাহর নারী দাসী। হ্যাপির এই বদলে যাওয়া জীবন নিয়ে বুধবার ঢাকা থেকে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। হ্যাপি কেন ও কোন পরিস্থিতি বদলে গেলেন আর এখন তার জীবন কেমন কাটছে সে প্রসঙ্গেই উঠে এসেছে প্রতিবেদনে। এতে জানানো হয়, হ্যাপি এখন বিবাহিত। তার আপাদমস্তক এখন বোরকায় ঢাকা। এমনকি মোজা দিয়ে ঢেকে রাখার জন্য তার হাতের নখও দেখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন আগের সব ছবি। তাকে নিয়ে প্রকাশও করা হয়েছে বই। যাতে ক্রিকেটার রুবেলের প্রসঙ্গ অনেকটাই এড়িয়ে যাওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হ্যাপিকে নিয়ে লেখা বইটি প্রকাশ হয়েছে ঢাকার মাকতাবাতুল আজহার প্রকাশনী থেকে। এই প্রকাশনী সংস্থা থেকে ইসলামি বই প্রকাশ করা হয়ে থাকে। প্রকাশনীর স্বত্বাধিকারী মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেছেন, সবাই জানতে চান কোন বিষয়টি হ্যাপি তারকা জীবনযাপন ছেড়ে সাধারণ নিবেদিতপ্রাণ মুসলিম হতে অনুপ্রাণিত করেছে। তাই এ বই। এদিকে হ্যাপিকে নিয়ে প্রকাশিত বইয়ের লেখক আবদুল্লাহ আল ফারুক বলেন, 'এক রাতে তিনি (হ্যাপি) ফেসবুকে পোস্ট করা হাজার হাজার ছবি মুছে দেওয়া শুরু করেন। পরে চলচ্চিত্র জগতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন।' আবদুল্লাহ আল ফারুক জানান, তার স্ত্রী সাদেকা সুলতানা বইয়ের সহযোগী লেখক। তিনিই হ্যাপির সাক্ষাৎকার নেওয়ার অনুমতি পান। বইয়ে হ্যাপি বলেছেন, ‘আমার নবজন্ম হয়েছে। এখন আমার আগের জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।' বইটি চলতি মাসে বাজারে আসে। যার ব্যাপক কাটতি রয়েছে বলে দাবি প্রকাশকের। উল্লেখ্য, এক সময়ের মডেল হ্যাপি ২০১৩ সালে 'কিছু আশা কিছু ভালোবাসা' নামের একটি বাংলা সিনেমায় প্রথম অভিনয় করে খ্যাতি পান। তবে ২০১৪ সালের শেষ দিকে ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিতর্কের সৃষ্টি করেন। একুশে সংবাদ // পপি // বিবা // ২২.০৬.১৭
Link copied!