AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে যশোরে শিশু পোশাকের দাম লাগাম ছাড়া


Ekushey Sangbad

০৭:৫০ পিএম, জুন ২১, ২০১৭
ঈদে যশোরে শিশু পোশাকের দাম লাগাম ছাড়া

একুশে সংবাদ : শিশুদের আনন্দ ঈদের নতুন পোশাককে ঘিরে। তাই ঈদ উৎসবে শিশুদের চাই-ই চাই নতুন পোশাক। শিশুদের মনবাসনা পূরণে সদা প্রস্তুত বাব-মা। সেই শিশুদের আনন্দকে ছড়িয়ে দিতে যশোরের বাজারে নানা রকমের পোশাকের সমাহার ঘটেছে। গরম ও বৃষ্টি এই বিষয়কে মাথায় রেখে হাল আমলের রকমারি নকশার শিশু পোশাক নিয়ে পসরা সাজিয়েছে বেবি হাউজ ও শপিংমলগুলো। তবে দাম লাগাম ছাড়া বলে ক্রেতাদের অভিযোগ। যশোরের বাজার ঘুরে দেখা গেছে, দেশী পোশাকের সাথে শিশুদের জন্য রয়েছে ভারতীয় ও ওয়েস্টার্ন ডিজাইনের পোশাক। ডিজাইনে রয়েছে রঙের বৈচিত্র্যময় ব্যবহার। শিশুদের আনন্দের কথা মাথায় রেখেই ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলো এবারও সেজেছে রঙিন সাজে। ফ্যাশন হাউসগুলোতেও রয়েছে বাহারি আয়োজন। এসব পোশাকে ডিজাইন ও কাটছাঁটের পাশাপাশি নামেও রয়েছে নানা বৈচিত্র্য। এবারের ঈদে গরমের কথা মাথায় রেখে শিশুদের আরামদায়ক পোশাক হিসেবে ফুলহাতা, হাফ হাতা ও হাতা কাটা পোশাক এসেছে বাজারে। যশোরের এইচএমএম রোড, কাপুড়িয়াপট্টি, সিটি প্লাজা, জেস টাওয়ার, মুজিব সড়ক ভিআইপি মার্কেটে আলাদা করে রয়েছে শিশু পোশাকের দোকান। কয়েকজন দোকানি জানান, ভারতীয় টিভি সিরিয়ালের নামে নামকরণ করা হয়েছে শিশুদের পোশাকের। এবারের ঈদে সাড়া ফেলেছে বাহুবলী-২, বস-২ ও রাখি-বন্ধন ড্রেস। এসব দোকানে বেশির ভাগ শোভা পাচ্ছে ভারতীয় পোশাক। চাহিদার কথা চিন্তা করে দোকানিরা এসব পোশাক এনেছেন বলে তাদের বক্তব্য। পাশাপাশি দেশি পোশাকও সাজানো দোকানগুলোতে। এইচএমএম রোডের শিশু পোশাকের দোকান ডরেমন’র স্বত্ত্বাধিকারী নাজমুল ইসলাম রিপন বলেন, ভারতীয় পোশাকের চাহিদা বেশি। কিন্তু পোশাক মজুদ থাকলেও বিক্রি তুলনামূলক কম। কারণ হিসেবে তিনি বলেন- ভারতীয় ভিসা সহজ হওয়ায় বেশিরভাগ লোক কলকাতায় গিয়ে শপিং করছেন। তার প্রভাব পড়েছে যশোরের বাজারে। বেবি ফ্যশনের স্বত্বাধিকারী তারিকুজ্জামান বলেন, আবহাওয়া ভালো থাকলে সামনে ভালো বিক্রি হবে বলে আশা করছি। দোকান ভেদে শিশু পোশাকের দামের ভিন্নতা আছে। মেয়ে শিশুর পোশাকের দাম বস-২ ১৪শ’ থেকে ২২শ’ টাকা, বাহুবলী-২ দুই থেকে সাড়ে ৩ হাজার টাকা, লং গ্রাউন ১ থেকে সাড়ে ৪ হাজার , শর্ট গ্রাউন ১৫শ’ থেকে ৩ হাজার, আকাশ ভরা তারা ৩ থেকে ৫ হাজার, চারুকারু ১৫শ’ থেকে ৩ হাজার, সারেগামাপা ১৫শ’ থেকে ২ হাজার, কুতকুতি মাইয়া ৪ থেকে সাড়ে ৪ হাজার ও রাখি-বন্ধন ২ থেকে ৪ হাজার টাকা। ফ্রগ ১ থেকে ৮ হাজার টাকা। ছেলে শিশু পোশাকের মধ্যে বাহুবলী-২ ৬শ’ থেকে ১৪ শ’, প্যানাট ৬শ’ থেকে ২২শ’, বাবা সেট ১ থেকে ২২শ’, শেরওয়ানি ১৮শ’ থেকে ২৮শ’ টাকায় পাওয়া যাচ্ছে। কথা হয় উপশহরের বাসিন্দা শামসুল আরেফিন উজ্জ্বলের সাথে। তিনি এসেছেন তার দুই বছরের ছেলে ও চার বছরের ভাইপোর পোশাক কিনতে। তিনি জানান, বড়দের পোশাকের তুলনায় বেবি পোশাকের দাম লাগাম ছাড়া। তারপরও শিশুদের পোশাক কিনতেই হবে। বেশি দাম দিয়েই পোশাক কিনতে আমরা বাধ্য হচ্ছি। সরকারের পক্ষ থেকে মনিটরিং না থাকায় এ অবস্থা । একুশে সংবাদ // পপি // বিবা // ২১.০৬.১৭
Link copied!